Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নড়াইলের ঘটনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র

সাংবাদিকদের আমির হোসেন আমু

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১৯ জুলাই, ২০২২, ১২:০১ এএম

নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলা সাম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট করতে নাসিরনগরের ঘটনার ধারাবাহিকতা। এ বিষয়ে প্রশাসনের গাফলতি আছে কিনা তা তদন্তের দাবি জানিয়েছেন ১৪ দল।

গতকাল ১৪ দলের বৈঠক শেষে জোটের সমন্বয়ক ও মুখপাত্র, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য আমির হোসেন আমু সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন। দেশের চলমান পরিস্থিতি নিয়ে গতকাল বিকেলে রাজধানীর ইস্কাটনস্থ বাসভবনে ১৪ দলের নেতাদের নিয়ে বৈঠকে বসেন ১৪ দল সমন্বয়ক। নড়াইলে হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলার ঘটনায় ১৪ দল বিব্রত বলে জানান তিনি।
আমির হোসেন আমু বলেন, নড়াইলের ঘটনা সাম্প্রদায়িক শক্তির উত্থান। এর আগে তারা ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরসহ অনেক জায়গায় এমন পরিস্থিতি সৃষ্টি করেছে। এটি দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত।
আগামী জাতীয় সংসদ নির্বাচন সংবিধান অনুযায়ী অনুষ্ঠিত হবে, এর বাইরে যাওয়ার কোন সুযোগ নেই বলে জানান আমির হোসেন আমু।
বিদুৎ পরিস্থিতি নিয়ে আমির হোসেন আমু বলেন, জ্বালানি সঙ্কট এখন বৈশ্বিক সমস্যা। জ্বালানি তেল কিনতে হলে তেলের দাম বাড়বে, এর ফলে জনগণের ওপর চাপ বাড়বে। জনগণের কথা চিন্তা করে এলাকাভিত্তিক ২/১ ঘণ্টা লোডশেডিং এর সরকারি সিদ্ধান্তকে ইতিবাচক বলে মনে করে ১৪ দল।
বৈঠকে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন এমপি, আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, বীর বিক্রম, জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক কমরেড দিলীপ বড়ুয়া, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক অ্যাড. মৃনাল কান্তি দাস, দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়াসহ কেন্দ্রীয় ১৪ দলের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সাংবাদিকদের আমির হোসেন আমু
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ