Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গবন্ধুকে নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন ক্যাস্ট্রো : ড. কামাল

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ২৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকার পরামর্শ দিয়েছিলেন কিউবার বিপ্লবী নেতা ফিদেল ক্যাস্ট্রো, এমন তথ্য জানিয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন।
তিনি বলেন, ১৯৭৩ সালে জোট নিরপেক্ষ আন্দোলন (ন্যাম)-এর বৈঠককালে বঙ্গবন্ধুকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের জন্য অভিনন্দন জানানোর পাশাপাশি নিরাপত্তার বিষয়ে জোর দিয়েছেন ক্যাস্ট্রো। গত শনিবার নেদারল্যান্ডস-এর হেগ থেকে মোবাইলফোনে অনলাইন নিউজ পোর্টাল বাংলা ট্রিবিউনকে দেয়া সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
খ্যাতিমান এই আইনবিদ আন্তর্জাতিক একটি সালিশিতে বিচারক হিসেবে অংশ নিতে নেদারল্যান্ডস রয়েছেন। তিনি জানান, ক্যাস্ট্রোর সঙ্গে বাংলাদেশ ও বঙ্গবন্ধুর যে সম্প্রীতি ছিল, দেশে ফিরে তিনি এ বিষয়ে একটি সেমিনারের আয়োজন করবেন।
বঙ্গবন্ধুকে সতর্ক থাকতে ক্যাস্ট্রোর পরামর্শ
১৯৭৩ সালে জোটবহির্ভূত সম্মেলনের সময় বাংলাদেশে সংবিধান প্রণেতা ড. কামাল হোসেন ছিলেন পররাষ্ট্রমন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘ওই সময় ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে বঙ্গবন্ধুর এক ঘণ্টার মতো বৈঠক হয়।’ ওই বৈঠক কেমন ছিল, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘বঙ্গবন্ধুর সঙ্গে ক্যাস্ট্রোর খুব আন্তরিক কথা হয়। ব্যক্তিগতভাবে ভালো সম্পর্ক তৈরি হয়। তারা উষ্ণতার সঙ্গে কথাগুলো বলেছিলেন।’
ড. কামাল হোসেন বলেন, ‘বঙ্গবন্ধুকে অভিনন্দন জানালেন ক্যাস্ট্রো। বাংলাদেশের প্রতি তার যে একাত্মতা, তা জানালেন বঙ্গবন্ধুকে।’ তিনি বললেন, স্বাধীনতা পাওয়ার পর নিজের নিরাপত্তার ব্যাপারে সতর্ক থাকা দরকার। কারণ, অনেক রকম ষড়যন্ত্র হতে পারে। নিরাপত্তার কথা বারবার বললেন। ক্যাস্ট্রো বলেছেন, যারা আপনাদের স্বাধীনতা চায়নি, তারা কিন্তু লেগে থাকবে। এটা মেনে নিতে চাইবে না। ক্যাস্ট্রোর কথার বিষয়বস্তু এটাই ছিল। একদিকে যেমন অভিনন্দন জানালেন, অন্যদিকে সতর্কভাবে থাকার পরামর্শও দিলেন।’
ক্যাস্ট্রো শেষ সারিতে বসলেন
ড. কামাল হোসেন বলেন, ‘ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমি ৩/৪ বছর আগে হাভানায় গিয়েছিলাম জাতিসংঘের একটা মিটিংয়ে। ওখানে মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে ওই মিটিং ছিল। এরপর আমরা একটা টিভি ইন্টারভিউতে গেলাম। হঠাৎ টেলিভিশনের স্টুডিওর দরজা খুলে ফিদেল নিজেই ঢুকলেন। এরপর শেষ সারিতে বসে পড়লেন।’ ‘যখন প্রশ্নোত্তর পর্ব চললো, তখন তিনিও হাত তুললেন। তিনিও প্রশ্ন রাখলেন। আমি তো অবাক হয়েছি যে, তার মতো একজন ব্যক্তি সাধারণ প্রোগ্রামে চলে আসলেন, আলোচনা শুনলেন এবং প্রশ্ন করলেন! পরে অনুষ্ঠান শেষে আমি তার কাছে গিয়ে আমার শ্রদ্ধা জানালাম। এ সময় তাকে স্মরণ করিয়ে দিয়ে বললাম, আপনার সঙ্গে বঙ্গবন্ধুর দেখা হয়েছিল। তিনি আপনাকে খুবই শ্রদ্ধা করতেন। আমরা সবাই আপনাকে অনেক শ্রদ্ধা করি।’
ড. কামাল হোসেন বলেন, ‘আমি ফিদেল ক্যাস্ট্রোকে বললাম, এ বছরেই জোটনিরপেক্ষ শীর্ষ সম্মেলন হতে যাচ্ছে, এটা বাংলাদেশে হওয়ার কথা। আপনি এই সম্মেলনে এলে বাংলাদেশের মানুষ খুব অনুপ্রাণিত হবে। তার ফরেন মিনিস্টারকে আমি বললাম, দেখুন; তাকে যদি আনতে পারেন, সেটা শুধু আমাদের সৌভাগ্য নয়, সমগ্র জাতি অনুপ্রাণিত হবে। কিন্তু তারপরে তো সম্মেলনও হয়নি, তার আসাও হয়নি।’
ফিদেল ক্যাস্ট্রোর মৃত্যুতে ড. কামাল হোসেন বলেন, ‘তাকে এতবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু সব চেষ্টাই বৃথা গেছে। তিনি কিউবাতে যে বিপ্লব ঘটালেন, তাকে তিনি রক্ষা করে এতদিন যতেœর সঙ্গে একটি দাঁড়ানোর অবস্থায় এনে দিলেন।’
বঙ্গবন্ধু তাকে অন্তর থেকে শ্রদ্ধা করেছেন
বঙ্গবন্ধু সরকারের পররাষ্ট্রমন্ত্রী ড. কামাল হোসেন স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, ‘অনেক নেতার সঙ্গেই বঙ্গবন্ধুর দেখা হয়েছিল। কিন্তু ক্যাস্ট্রোর প্রতি বঙ্গবন্ধুর অগাধ শ্রদ্ধা ছিল। ক্যাস্ট্রোর সঙ্গে বঙ্গবন্ধুর দেখা হয় আলজেরিয়ায় প্রথম জোটবহির্ভূত শীর্ষ সম্মেলনে। বঙ্গবন্ধু যে দুই-চারজনকে অন্তর থেকে শ্রদ্ধা করেছেন, যাদের কথা বারবার বলেছেন, ফিদেল ক্যাস্ট্রো তাদের মধ্যেই একজন।’ তিনি মনে করেন, ‘বঙ্গবন্ধুকে দেয়া ক্যাস্ট্রোর পরামর্শ ‘খুব উল্লেখযোগ্য’। বঙ্গবন্ধুও বারবার স্মরণ করেছেন ক্যাস্ট্রোর পরামর্শের কথা। আমরাও তাকে স্মরণ করিয়ে দিয়েছি, এ ব্যাপারে তার গুরুত্ব দেয়া উচিত। ’৭৫-এ যখন ঘটনা ঘটলো, তখন তার কথা মনে পড়লো, যে ক্যাস্ট্রোর কত দূরদর্শিতা ছিল যে, বঙ্গবন্ধুর সঙ্গে দেখা করার সঙ্গে-সঙ্গেই এ ব্যাপারটা নিয়ে গুরুত্ব দিয়েছিলেন তিনি। আমরা তখন বুঝেও এটা বুঝতে পারিনি।’  
উল্লেখ্য, ফিদেল ক্যাস্ট্রোর সঙ্গে প্রথম সাক্ষাতেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হিমালয়ের সঙ্গে তুলনা করেছিলেন তিনি। ২০১৩ সালে সরকার ক্যাস্ট্রোকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’ দেয়। মুক্তিযুদ্ধ-পরবর্তী সময় ও বিভিন্ন দুর্যোগকালেও বাংলাদেশের পাশে দাঁড়িয়েছিলেন এই নেতা।
শুক্রবার ৯০ বছর ফিদেল ক্যাস্ট্রো মৃত্যুবরণ করেন। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন। সূত্র ঃ বাংলা ট্রিবিউন।



 

Show all comments
  • মোমিনুল ইসলাম ২৮ নভেম্বর, ২০১৬, ১২:৫১ এএম says : 1
    এই নেতাকে শ্রদ্ধাভরে স্মরণ করছি।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গবন্ধু

৮ জানুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ