Inqilab Logo

সোমবার ০৪ নভেম্বর ২০২৪, ১৯ কার্তিক ১৪৩১, ০১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জামিনে মুক্তি পেলেন হেফাজতের সাবেক প্রচার সম্পাদক জাকারিয়া নোমান ফয়েজী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জুলাই, ২০২২, ১০:৪৫ এএম

বিভিন্ন মামলায় দীর্ঘ ১৪ মাস কারাবাসের পর জামিনে মুক্তি পেয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের সাবেক কেন্দ্রীয় প্রচার সম্পাদক, চট্টগ্রামের মেখল হামিউচ্ছুন্নাহ মাদরাসার শিক্ষক, মাওলানা জাকারিয়া নোমান ফয়েজী।

গতকাল ১৪ জুলাই বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।

কারাগার থেকে হাটহাজারীতে ফিরেই তিনি প্রথমেই হাটহাজারী মাদরাসা সংলগ্ন কবরস্থানে গিয়ে আল্লামা আহমদ শফী, আল্লামা জুনায়েদ বাবুনগরীসহ শীর্ষ মুরুব্বিদের কবর জিয়ারত করেন।

এরপর তিনি মেখল মাদরাসায় গিয়ে মাদরাসার শিক্ষক-শিক্ষার্থী ও উপস্থিতিদের সঙ্গে কুশল বিনিময় করেন।
উল্লেখ্য, গত বছরের ৫ মে কক্সবাজারের চকরিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। হাটহাজারী থানা ভাঙচুরসহ তার বিরুদ্ধে তেরোটি মামলা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: জামিন

৭ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ