Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লেনদেন বাড়ছে মোবাইল ব্যাংকিংয়ে

কর্পোরেট রিপোর্ট : | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

চলতি বছরে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে লেনদেন বেড়েছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। এতে বলা হয়, অক্টোবরে লেনদেন হয়েছে ২০ হাজার ৬শ’ ৯২ কোটি ৪৩ লাখ টাকা। যা সেপ্টেম্বর মাসের তুলনায় এক হাজার দুইশ’ ২১ কোটি টাকার বেশি এবং মোট লেনদেনের প্রায় ৬ দশমিক ২৭ শতাংশ। সেপ্টেম্বর মাসে লেনদেন হয়েছিল ১৯ হাজার ৪শ’ ৭১ কোটি ৪১ লাখ টাকা। অক্টোবর মাসে মোট লেনদেনে পাশাপাশি বেড়েছে দৈনিক লেনদেনও। দৈনিক গড়ে লেনদেন হয়েছে ৬শ’ ৮৯ কোটি ৭৫ লাখ টাকা। যা আগের মাসের তুলনায় ৪০ কোটি টাকার বেশি। সেপ্টেম্বর মাসে দৈনিক লেনদেন হয় ৬শ ৪৯ কোটি টাকার কিছু বেশি। একই সময়ে মোবাইল ব্যাংকিংয়ে ক্যাশ ইন লেনদেন হয়েছে ৮ হাজার ৯শ’ ৫০ কোটি ৮০ লাখ টাকা। ক্যাশ আউট লেনদেন হয়েছে ৭ হাজার ৯৫৩ কোটি ৭২ লাখ টাকা। বেড়েছে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন। অক্টোবরে লেনদেন হয়েছে ৩ হাজার ২৬ কোটি টাকা। যা আগের মাসে তুলনায় একশ’ ৭৬ কোটি টাকা বেশি। তবে, কমেছে বেতন-ভাতা, ইউটিলিটি বিল পরিশোধ ও রেমিট্যান্সের টাকা পাঠানো।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ