Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১০ মাসে সর্বনিম্ন স্বর্ণের দাম

কর্পোরেট ডেস্ক ঃ | প্রকাশের সময় : ২৭ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শক্তিশালী ডলারের চাপে আন্তর্জাতিক বাজারে ধারাবাহিকভাবে কমছে মূল্যবান ধাতু স্বর্ণের দাম। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনে ডোনাল্ড ট্রাম্প জয়লাভ করার পর থেকেই নিম্নমুখী প্রবণতায় রয়েছে ধাতুটির দর। গত বুধবার স্বর্ণের দাম সাড়ে ৯ মাসের মধ্যে সর্বনিম্নে চলে এসেছে। বিজনেস রেকর্ডার জানায়, গত বুধবার লন্ডনে প্রতি আউন্স স্বর্ণের দাম কমেছে দশমিক ১ শতাংশ। এ দিন আউন্স প্রতি পণ্যটি বিক্রি হয়েছে ১ হাজার ১৮৬ দশমিক ৮০ ডলার দরে। চলতি বছরের ফেব্রয়ারির পর এবারই প্রথম ধাতুটির দাম আউন্স প্রতি ১ হাজার ২০০ ডলারের নিচে নেমে এল। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দরপতন প্রসঙ্গে মূল্যবান ধাতুর ব্যবসায়ী প্রতিষ্ঠান মারেক্স স্পেক্ট্রনের প্রধান ডেভিড গোভেট বলেন, ‘শক্তিশালী ডলারের চাপে নিম্নমুখী প্রবণতায় রয়েছে পণ্যটি। কমার্জব্যাংকের বিশ্লেষকরা স্বর্ণের দরপতনের পেছনে ডলারের মানবৃদ্ধির পাশাপাশি ভারতে পণ্যটির আমদানি বন্ধের গুজবকে দায়ী করছেন। বিশ্লেষকরা বলছেন, ভারত ও চীন বিশ্ববাজারে স্বর্ণের সবচেয়ে বড় ক্রেতা। সম্প্রতি ভারতে স্বর্ণ আমদানি বন্ধ করে দেয়া হবে এমন গুজব রটেছে। এ কারণে বাজারে ধাতুটির বিক্রয় প্রবণতা বেড়েছে, যা দরপতনে ভূমিকা রাখছে। ডলারের মানবৃদ্ধির কারণে ব্যবসায়ীরা স্বর্ণের বাজার থেকে বিনিয়োগ সরিয়ে নিচ্ছেন। আন্তর্জাতিক বাজারে স্বর্ণের পাশাপাশি দাম কমেছে প্লাটিনামের। তবে বেড়েছে রুপা ও প্যালাডিয়ামের। গত বুধবার প্রতি আউন্স প্লাটিনাম দশমিক ৮ শতাংশ কমে ৯১৯ দশমিক ৭৫ ডলারে বিক্রি হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ