Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঈদযাত্রায় সড়কের জন্য কোথাও যানজট হয়নি, দাবি সেতুমন্ত্রীর

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জুলাই, ২০২২, ১:৫৫ পিএম

এবার ঈদের সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল বলে দাবি করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, এবারের ঈদযাত্রায় সড়কের জন্য কোথাও যানজট হয়নি।

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১টার দিকে সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময়ের সময় তিনি এ দাবি করেন।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, ঈদুল আজহার সময় সড়কের অবস্থা সব জায়গায় ভালো ছিল। সড়কের জন্য কোথাও যানজট হয়নি। যেটা হয়েছে সেটা কিছু ব্যবস্থাপনার ত্রুটি বা সমন্বয়ের অভাবে হয়েছে। একটা রুটে সমস্যা বেশি হয়েছে সেটি হলো উত্তরাঞ্চল। কিন্তু সেটি হওয়ার কথা ছিল না।

তিনি বলেন, এ বছর ডিসেম্বরের প্রথম সপ্তাহে মেট্রোরেল উদ্বোধন করা হবে। আর সেপ্টেম্বরে উদ্বোধন করা হবে বেকুটিয়া ও কালনা সেতু।

পদ্মা সেতুর ফলে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষ নির্বিঘ্নে বাড়ি যেতে পেরেছেন বলেও জানান ওবায়দুল কাদের।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সেতুমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ