পবিত্র ঈদুল আযহার পর দিন যানবাহনের ব্যাপক চাপ বাড়ায় পদ্মা সেতুর উত্তর প্রান্তের টোল প্লাজায় টোল বিড়ম্বনায় দীর্ঘ সাড়ির যানজটের সৃষ্টি হয়েছে।
সোমবার (১১ জুলাই) সকাল থেকে মাওয়া প্রান্তের পদ্মা সেতু টোল প্লাজায় যানবাহনের দীর্ঘ সারির চাপ দেখা যায়। ঈদে বিভিন্ন পরিবহনের অধিক বাস, প্রাইভেটকার ও মাইক্রোবাসে চাপের কারণে টোল প্লাজায় টোল নিতে দেরি হচ্ছে। এতে মাওয়ার আশপাশ থেকে শ্রীনগর ছনবাড়ী পর্যন্ত প্রায় ৫/৬ কিলোমিটার পর্যন্ত দীর্ঘ সারির যানবাহনের ধীরগতি ও যানজট লক্ষ্য করা গেছে। গাড়ির ধরন অনুযায়ী টোল আদায়ের লাইন নির্দিষ্ট করাতে অল্প কিছু সময় অপেক্ষা করে পাড়ি দিতে পারছে মহাসড়ক ও পদ্মা সেতু।
মাওয়াগামী একাধিক যাত্রীরা অভিযোগ করে বলেন, আমরা লৌহজং, সিরাজদিখান ও শ্রীনগর উপজেলার যাত্রীরা ঢাকায় যাতায়াত করতে পারছিনা। কোন পরিবহনের বাস আমাদের তিন উপজেলার যাত্রীদের গাড়ীতে তুলছে না। যদিও ঢাকা থেকে কাউকে উঠায় তাহলে তাকে ভাঙ্গার ভাড়ার সমান আড়াই টাকা গুনতে হচ্ছে। এখন আমাদের ভোগান্তির শেষ নেই।
পদ্মাসেতু উত্তর থানার অফিসার ইনচার্জ মোঃ আলমগীর হোসেন বলেন, ঈদে যানবাহনের পরিমান বেড়ে যাওয়া এ যাটজটের সৃষ্টি হয়েছে।