Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফের ১২ টাকা বাড়ল এলপিজির দাম

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ৩ জুলাই, ২০২২, ৫:১১ পিএম

ভোক্তা পর্যায়ে ফের বেড়েছে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। এখন ১২ কেজি সিলিন্ডারের এলপিজি কিনতে খরচ করতে হবে ১ হাজার ২৫৪ টাকা। আজ রোববার বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির নতুন দাম ঘোষণা করেছে।
এত দিন ১২ কেজির এলপিজি সিলিন্ডার কিনতে খরচ হত ১ হাজার ২৪২ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ১২ টাকা।
এলপিজির দাম ভোক্তা পর্যায়ে মূসকসহ প্রতি কেজি ১০৪.৫২ টাকা নির্ধারণ করা হয়েছে। সে হিসাবে ৫.৫ কেজি সিলিন্ডারের দাম হবে ৫৭৫ টাকা, ১২ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ২৫৪ টাকা, ১২.৫ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৩০৭ টাকা, ১৫ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৫৬৮ টাকা, ১৬ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৬৭৩ টাকা, ১৮ কেজি সিলিন্ডারের দাম হবে ১ হাজার ৮৮১ টাকা, ২০ কেজি সিলিন্ডারের দাম হবে ২ হাজার ৯১ টাকা, ২২ কেজি সিলিন্ডারের দাম হবে ২ হাজার ২৯৯ টাকা, ২৫ কেজি সিলিন্ডারের দাম হবে ২ হাজার ৬১২ টাকা, ৩০ কেজি সিলিন্ডারের দাম হবে ৩ হাজার ১৩৬ টাকা, ৩৩ কেজি সিলিন্ডারের দাম হবে ৩ হাজার ৪৯৯ টাকা, ৩৫ কেজি সিলিন্ডারের দাম হবে ৩ হাজার ৬৫৮ টাকা, ৪৫ কেজি সিলিন্ডারের দাম হবে ৪ হাজার ৭০৪ টাকা।
এই দাম আজ রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে বলে বলা হয়েছে।



 

Show all comments
  • মোঃ আশরাফুল হক ৩ জুলাই, ২০২২, ৬:৪৭ পিএম says : 0
    আরো দাম বাড়িয়ে নিন অসুবিধা নেই সরকার আপনাদের
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ