Inqilab Logo

রোববার ২৪ নভেম্বর ২০২৪, ০৯ অগ্রহায়ণ ১৪৩১, ২১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্র টিপিপি থেকে সরে আসলে ধস নামতে পারে মার্কিন অর্থনীতিতে

কর্পোরেট ডেস্ক ঃ | প্রকাশের সময় : ২৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

যুক্তরাষ্ট্র ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি চুক্তি থেকে সরে আসলে ভবিষ্যতে অন্য যেকোন বাণিজ্যিক চুক্তিতে এর নেতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন বিশ্লেষকরা। এর নেতিবাচক প্রভাব যুক্তরাষ্ট্রের বৃহত্তম বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর ওপর পড়বে বলেও মনে করছেন তারা। তারা বলছেন, মার্কিন প্রযুক্তিখাত, কৃষিখাত, উৎপাদন খাত খাতসহ সব ধরনের ব্যক্তিমালিকানাধীন খাতই এ চুক্তির পর লাভবান হতো। প্যাসিফিক অঞ্চলের দেশগুলোর মধ্যে স্বল্প শুল্কে পণ্য আমদানি-রফতানির স্বার্থে এ চুক্তির পরিকল্পনা করা হয়। বিশ্বের মোট অর্থনীতির ৪০ শতাংশই নির্ভর করে এ চুক্তির আওতাভুক্ত দেশগুলোর ওপর। এদিকে, ব্রেক্সিটের কারণে ইউরোপের সাথে যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তিতেও ভাটা পড়েছে। এশিয়ার দেশগুলো আঞ্চলিক চুক্তিতে বেশি গুরুত্ব দিচ্ছে। এ কারণে রিপাবলিকানরা বলছেন, এ সিদ্ধান্তের কারণে ধস নামতে পারে মার্কিন অর্থনীতিতে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ