Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ফুডপ্যান্ডা ফর বিজনেসে সাইন আপ করেছে হেলথকেয়ার টেকনোলজি প্রতিষ্ঠান অগমেডিক্স

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ২৭ জুন, ২০২২, ৬:০২ পিএম

ফুডপ্যান্ডার করপোরেট প্ল্যাটফর্ম ফুডপ্যান্ডা ফর বিজনেসে সাইন আপ করেছে হেলথকেয়ার টেকনোলজি প্রতিষ্ঠান অগমেডিক্স। ফলে এখন থেকে অগমেডিক্সের কর্মীরা করপোরেট একাউন্টের মাধ্যমে খাবার ও গ্রোসারি অর্ডারে বিশেষ ছাড়, বিভিন্ন ডিলসহ অনেক সুবিধা উপভোগ করবেন। সোমবার (২৭ জুন) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অগমেডিক্স এর প্রত্যেক কর্মী তাদের অফিসিয়াল ই-মেইলের মাধ্যমে একটি করপোরেট অ্যাকাউন্ট চালুর মাধ্যমে বিশেষ এ সেবাটি নিতে পারবেন। করপোরেট প্রতিষ্ঠানগুলোর অর্ডার প্রক্রিয়া সহজ ও সুবিধাজনক করার লক্ষ্যে স¤প্রতি ফুডপ্যান্ডা চালু করেছে ফুডপ্যান্ডা ফর বিজনেস। করপোরেট গ্রাহকদের জন্য তৈরি এই প্ল্যাটফর্মটিতে বিশেষ ছাড়, অ্যালাওয়েন্স সেটিং অপশন, সহজে বিল পরিশোধ, বাল্ক অর্ডারিং এবং আরও অনেক সুবিধা পাওয়া যাবে। উলে­খ্য ৮০ টিরও বেশি প্রতিষ্ঠান ফুডপ্যান্ডার এই করপোরেট সেবা গ্রহণ করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ