পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
প্রধানমন্ত্রীর বেসরকারী শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ও ঢাকা-১ আসনের সংসদ সদস্য এবং বেক্সিমকো শিল্প গ্রুপের ভাইস চেয়ারম্যান সালমান এফ. রহমান বলেছেন, আমাদেরকে রাসূল (সা.) এর আদর্শ ধারণ করতে হবে এবং পবিত্র কোরআন ও ছহীহ হাদীছের আলোকে জীবন গড়তে হবে। তিনি শিরক বিদ‘আতের মত ধর্মীয় কুসংস্কার এবং মাদক ও চরমপন্থার বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার জন্য আহলেহাদীছ যুবসংঘের নেতা কর্মীদের প্রতি আহ্বান জানান। তিনি বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন এবং সম্মেলনের প্রস্তাবনাসমূহ বাস্তবায়নে প্রচেষ্টা চালাবেন বলে আশ্বাস দেন। গতকাল শনিবার রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে অনুষ্ঠিত সম্মেলনে সালমান এফ রহমান প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘের কেন্দ্রীয় সভাপতি ড. আহমাদ আব্দুল্লাহ ছাকিবের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশের আমীর ও যুবসংঘের প্রতিষ্ঠাতা প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব, সাধারণ সম্পাদক মাওলানা নূরুল ইসলাম, ড. মুহাম্মাদ সাখাওয়াত হোসাইন, মাওলানা আলতাফ হোসাইন, আব্দুর রশীদ আখতার, ড. কাবীরুল ইসলাম, মাওলানা জাহাঙ্গীর আলম, অধ্যাপক জালালুদ্দীন, খতিব মাওলানা আমানুল্লাহ, শরীফুল ইসলাম, ডা. আব্দুল মতীন, আবুল কালাম, ইহসান ইলাহী যহীর, ড. নূরুল ইসলাম ও মুহাম্মাদ আহসান। আহলেহাদীছ আন্দোলনের আমীর প্রফেসর ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব বলেছেন, রাসূল (সা.) মানবতার সর্বোত্তম আদর্শ, কেবল ধর্মীয় ক্ষেত্রে নন, বরং রাজনীতি, অর্থনীতি, সংস্কৃতি সর্বক্ষেত্রেই বিশ্ব মানবতার আদর্শ। তাঁর আদর্শ অনুসরণের মধ্যেই রয়েছে সমাজের প্রকৃত কল্যাণ ও অগ্রগতি। তিনি যুবসমাজকে রাসূল (সাঃ)-এর আদর্শে জীবন গড়ার আহ্বান জানান। তিনি ভারতে রাসূল (সা.) কে নিয়ে কটুক্তির বিরুদ্ধে এবং সে দেশে বিক্ষোভ প্রতিরোধের নামে মুসলমানদের বাড়ি-ঘর বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেয়ার নির্মম প্রতিশোধ নীতির বিরুদ্ধে চলতি সংসদে নিন্দা প্রস্তাব গ্রহণের আহ্বান জানান।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।