পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
বগুড়া-৪ আসনের বিএনপি দলীয় সংসদ সদস্য (এমপি) মোশারফ হোসেন বলেছেন, নির্বাচন কমিশন (ইসি) কুমিল্লার একজন এমপিকে সামলাতে পারলো না। একজন এমপিকে যদি সামলাতে না পারে, তাহলে তিনশ’ এমপিকে কীভাবে সামলাবে বর্তমান কমিশন? নির্বাচন কমিশন তাদের কথা এরই মধ্যে পরিবর্তন করেছে। ইসি বলেছে- ভোট হয়ে গেছে এই বিষয়ে আমাদের কিছু বলার নেই।
বৃহস্পতিবার জাতীয় সংসদ অধিবেশনে এসব কথা বলেন তিনি। মোশারফ হোসেন বলেন, কুমিল্লা সিটি করপোরেশনে নির্বাচনে সাক্কু এগিয়ে থাকলেও শেষ মুর্হূতে সূক্ষ্ম কারচুপির মাধ্যমে হারিয়ে দেওয়া হয়েছে। ইভিএমে যদি স্বচ্ছতা আনা না যায়, তাহলে বাংলাদেশের মানুষের নূন্যতম বিশ্বাস থাকবে না।
তিনি বলেন, দেশে বড় বড় মেগা প্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি হয়। আর মেগা প্রকল্পে অনেকেই দুর্নীতি করে দেশের টাকা বিদেশে পাচার করে নিয়ে যায়। বাজেটে জনকল্যাণের জন্য কিছুই স্থান পায়নি। মধ্যবিত্তের নাভিশ্বাস উঠেছে, স্বস্তির কোনও কথা নেই বাজেটে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।