পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
মার্কেন্টাইল ব্যাংক লিমিটেডের এমআইএস ডিভিশনের উদ্যোগে, সফট্ওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ডাটাসফ্ট সিস্টেমস্ বাংলাদেশ লিমিটেডের সহায়তায় সেন্ট্রাল ব্যাংক রিপোর্টিং সিস্টেমস্ (সিবিআরএস), এসবিএস ২ এবং এসবিএস ৩ রিপোর্ট অটোমেশনের মাধ্যমে নতুন করে যাত্রা শুরু করল। সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে দুটি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সিস্টেমের উদ্বোধন করেন। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মনীন্দ্র কুমার নাথ, এসইভিপি মাহমুদ আলম চৌধুরী, এসভিপি আবু আসগর জি. হারুনী, ভিপি লিয়াকত ফজলুর রশীদ এবং এমআইএস ডিভিশনের প্রধান ভিপি এস এম আসিফুর রহমান এবং ডাটাসফ্ট সিস্টেমস্ বাংলাদেশ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাহবুব জামান, ব্যাংকিং বিজনেস হেড মঈনুল কাদির জামান প্রমুখ। স বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।