Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রিন্টিং প্লেটে শুল্ক ১ থেকে ১০ ও কালির ১০ থেকে ১৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ১১ জুন, ২০২২, ১২:০৪ এএম

জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে প্রিন্টিং প্লেটে আমদানি শুল্ক ১০ শতাংশ নির্ধারণের প্রস্তাব দিয়েছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগে এই শুল্ক হার ছিল এক শতাংশ। প্রিন্টিং প্লেটের আমদানি শুল্ক এক শতাংশ থেকে বাড়িয়ে ১০ শতাংশ করায় ছাপার খরচ বাড়বে। প্রিন্ট মিডিয়া চাপের মুখে পড়বে।

গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়। একাদশ জাতীয় সংসদের ১৮তম অধিবেশনে বাজেট উপস্থাপন শুরুর পর স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর অনুমোদনক্রমে প্রস্তাবিত বাজেট উপস্থাপন শুরু করেন অর্থমন্ত্রী। এর আগে ফটোগ্রাফিক প্লেট, ফিল্ম, পেপার আমদানিতে শুল্ক ১০ শতাংশ এবং প্রিন্টিং প্লেটে আমদানি শুল্ক ১ শতাংশ ছিল। উভয় পণ্য প্রায় একইরকম এবং একই কাজে ব্যাবহৃত হয়। ফলে শুল্ক হারে পার্থক্য থাকায় রাজস্ব ক্ষতির দাবি করা হয়। তাই প্রিন্টিং প্লেটে আমদানি শুল্ক ১ শতাংশ থেকে বৃদ্ধি করে ১০ শতাংশ করার প্রস্তাব দেন অর্থমন্ত্রী। এ ছাড়াও কালি আমদানির শুল্কহার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ১৫ শতাংশ করার প্রস্তাব করা হয়েছে।

জাতীয় সংসদে এটি দেশের ৫১তম, আওয়ামী লীগ সরকারের ২৩তম এবং অর্থমন্ত্রী হিসেবে মুস্তফা কামালের চতুর্থ বাজেট। এবারের বাজেটের আকার ধরা হয়েছে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা, যা জিডিপির ১৫ দশমিক ২ শতাংশ। গতবছর অর্থমন্ত্রী চলতি ২০২১-২২ অর্থবছরের জন্য ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকার বাজেট পেশ করেছিলেন। তবে সংশোধিত হয়ে এই বাজেটের আকার কমে দাঁড়ায় ৫ লাখ ৯৩ হাজার ৫০০ কোটি টাকা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ