Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সিটি ব্যাংকের ক্রেডিট রেটিংয়ে উল্লেখযোগ্য উন্নতি

অর্থনৈতিক রিপোর্টার | প্রকাশের সময় : ৮ জুন, ২০২২, ১১:৪৫ এএম

ক্রেডিট রেটিং এজেন্সি অব বাংলাদেশ লিমিটেড (ক্র্যাব) সিটি ব্যাংকের দীর্ঘমেয়াদি রেটিং এএ২ থেকে এএ১ এবং স্বল্পমেয়াদি রেটিং এসটি-২ থেকে এসটি-১-এ উন্নীত করেছে। ব্যাংকের শক্তিশালী মূলধন ভিত্তি, অপেক্ষাকৃত কম কেন্দ্রীভূত বৃহৎ ঋণ ও অগ্রিম ঋণের বিপরীতে অতিরিক্ত সংস্থান সংরক্ষণ, কম খরচে স্থিতিশীল আমানতের ভিত্তি, আয় ও ব্যয়ের সুব্যবস্থাপনা এবং ভালো তারল্য অনুপাত বিবেচনা করে এই রেটিং নির্ধারণ করা হয়। সিটি ব্যাংকের দীর্ঘমেয়াদি রেটিং এএ১ এর অর্থ হলো-ব্যাংকটির আর্থিক প্রতিশ্রুতি পূরণে রয়েছে সুদৃঢ় সক্ষমতা।

সিটি ব্যাংকের স্বল্পমেয়াদী রেটিং এসটি-১ ব্যাংকটির সময়মতো ঋণ পরিশোধের সর্বোচ্চ ক্ষমতাসহ চমৎকার আর্থিক তারল্য, অভ্যন্তরীণ তহবিল গঠন ও বিকল্প তহবিল ব্যবস্থাপনার সর্বোচ্চ সক্ষমতাকে প্রতিফলিত করে।

সিটি ব্যাংক তার গ্রাহক, শেয়ারহোল্ডার, নীতিনির্ধারক, কর্মকর্তা-কর্মচারী এবং শুভানুধ্যায়ীদের সার্বিক সহায়তার জন্য ধন্যবাদ জানায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সিটি ব্যাংক

১১ অক্টোবর, ২০২২
২৭ সেপ্টেম্বর, ২০২২
৭ জুলাই, ২০২২
২৮ জুন, ২০২২

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ