টুইটার ডাউন: সমস্যায় কোটি ব্যবহারকারী
বিশ্বের অনেক দেশে ‘টুইটার ডাউন’। বৃহস্পতিবার সকালে টুইটার সাপোর্ট সেন্টার টুইট করে এই তথ্য জানিয়েছে।
দেশের দ্রুত বিকাশমান অ্যাপভিত্তিক অন-ডিমান্ড কার সার্ভিস চলোতে একসঙ্গে যুক্ত হলো ৪টি নতুন সেবা। এর মধ্যে রয়েছে চলো প্লেন টিকিট, চলো প্যাকেট, চলো মাইক্রোবাস ও চলো এসএমএস সার্ভিস। চলোতে প্রাইভেট কারের পাশাপাশি পাওয়া যাচ্ছে মাইক্রোবাসও। বড় পরিবারের কাছে বা দূরের যাত্রায় বড় গাড়ির চাহিদা পূরণে থাকছে নতুন নতুন সব মাইক্রোবাস। এসব সেবার পাশাপাশি চলোতে চালু হয়েছে বিমানের টিকিট কাটার সুবিধাও। দেশ ও বিদেশের বিভিন্ন গন্তব্যের টিকিট এখন পাওয়া যাচ্ছে চলোতে। চলো দিচ্ছে চলো প্যাকেট সার্ভিস। এই সার্ভিসের আওতায় আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট বা প্যাকেটটি নির্দিষ্ট গন্তব্যে দ্রুত পৌঁছে দেবে চলো। এছাড়া অ্যাপের পাশাপাশি অফলাইন ইন্টারনেট সেবার ক্ষেত্রে এসএমএস -এর মাধ্যমেও কার বুকিং দেওয়ার সুযোগ চালু করেছে। গ্রাহকের মোবাইলে ইন্টারনেট সংযোগ না থাকলেও অ্যাপে ঢুকে সেখান থেকে এসএমএস অপশন নির্বাচন করে এসএমএস পাঠিয়ে গাড়ি বুকিং দেওয়া যাবে। চলোর প্রধান নির্বাহী দেওয়ান শুভ বলেন, আমরা প্রতি নিয়ত চলোতে বিভিন্ন সেবা যুক্ত করছি। এবার একসঙ্গে ৪টি সেবা যুক্ত করলাম আমরা। শিগগিরই আরও নতুন নতুন সেবা নিয়ে আমরা গ্রাহকের সামনে হাজির হব। চলোর ওয়েব ঠিকানা: িি.িপযধষড়.পড়স.নফ
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।