Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

৫০ হাজার অ্যাপ সরিয়েছে অ্যাপল

| প্রকাশের সময় : ২২ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল তাদের অ্যাপস্টোরকে ঝুটঝামেলামুক্ত করতে কার্যক্রম শুরু করেছে। এরই অংশ হিসেবে অ্যাপস্টোর থেকে প্রায় ৫০ হাজার অপ্রত্যাশিত ও পরিত্যক্ত অ্যাপ সরিয়েছে প্রতিষ্ঠানটি। সিনেট জানায়, গত সেপ্টেম্বরে আইওএস অ্যাপস্টোরকে ক্লিন করার ঘোষণা দিয়েছিল অ্যাপল। সে সময় সেকেলে এবং যেসব অ্যাপ এখন ব্যবহার হচ্ছে না, সেগুলো সরিয়ে ফেলার ঘোষণা দেয়া হয়। বিপুল সংখ্যক অ্যাপ সরিয়ে ফেলতে সূক্ষ্ম পর্যালোচনা ও পরীক্ষণ পন্থা অবলম্বন করা হয়েছে। অ্যাপ ইন্টেলিজেন্স কোম্পানি সেন্সর টাওয়ারের তথ্য অনুযায়ী, অ্যাপস্টোর থেকে শুধু অক্টোবরেই ৪৭ হাজার ৩০০ অ্যাপ সরিয়েছে অ্যাপল। সে হিসাবে এক বছর আগের তুলনায় গত মাসে অ্যাপ সরানো ২৩৮ শতাংশ বেড়েছে। মোবাইল গেমিং সংশ্লিষ্ট অ্যাপ সবচেয়ে বেশি সরানো হয়েছে। বহুল ব্যবহৃত আইওএস অ্যাপস্টোরে নিয়মিত পর্যালোচনা চালায় অ্যাপল। সাধারণত কোনো অ্যাপ চালুর সময় ক্রাশ করলে কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে সে অ্যাপ সরিয়ে ফেলে। এক্ষেত্রে অনেক সময় ডেভেলপারদের সমস্যা সমাধানে ৩০ দিন সময় দিয়ে থাকে অ্যাপল। এর মধ্যে সংশ্লিষ্ট অ্যাপের বাগ বা ত্রুটির সমাধান দিতে না পারলে তা অ্যাপস্টোর থেকে মুছে দেয়া হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ