Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা অবৈধ : ইরান

প্রকাশের সময় : ১৯ জানুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষাকে কেন্দ্র করে ইরানের ওপর আরোপিত যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞাকে অবৈধ অভিহিত করেছে ইরান। গতকাল টেলিভিশনে সম্প্রচারিত এক সংবাদ সম্মেলনে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র হোসেইন জাবেরি আনসারি এ কথা বলেছেন। তিনি বলেন, ‘ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার কোনো আইনি ও নৈতিক বৈধতা নেই। প্রতি বছর এই অঞ্চলের বিভিন্ন দেশের কাছে শত শত কোটি ডলারের অস্ত্র বিক্রি করছে আমেরিকা। এসব অস্ত্র ফিলিস্তিন, লেবানন ও আতি সম্প্রতি ইয়েমেনের নাগরিকদের বিরুদ্ধে যুদ্ধাপরাধে ব্যবহৃত হচ্ছে।’ মধ্যপ্রাচ্যে এসব অস্ত্র বিক্রির কারণেই ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের বৈধতা নেই বলে দাবি করেছে ইরান।
সাম্প্রতিক এক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার সূত্র ধরে রোববার ইরানের কয়েকটি কোম্পানি ও ব্যক্তির ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। নতুন এই নিষেধাজ্ঞায় ইরানের ১১ প্রতিষ্ঠান ও ব্যক্তির সঙ্গে যুক্তরাষ্ট্রের কোনো ব্যাংককে লেনদেন না করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র : রয়টার্স। (এ সংক্রান্ত আগের খবর পৃষ্ঠা নং-৬)।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞা অবৈধ : ইরান
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ