Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্মার্টফোন বিক্রি প্রবৃদ্ধিতে এগিয়ে চীন

কর্পোরেট ডেস্ক | প্রকাশের সময় : ১৯ নভেম্বর, ২০১৬, ১০:১৮ পিএম

কর্পোরেট ডেস্ক ঃ বৈশ্বিক স্মার্টফোন বাজার খারাপ সময় পার করছে। কিন্তু তা সত্তে¡ও বিক্রি প্রবৃদ্ধিতে ভালো করছে বেশকিছু ডিভাইস নির্মাতা। চীনভিত্তিক প্রতিষ্ঠানগুলো বিক্রি প্রবৃদ্ধি বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখলেও বাজারটির শীর্ষ দুই প্রতিষ্ঠান স্যামসাং ও অ্যাপলের দখল ক্রমাগত কমছে। গত বৃহস্পতিবার মার্কিন বাজার গবেষণা প্রতিষ্ঠান গার্টনার প্রকাশিত এক প্রতিবেদনে এমন তথ্যই বেরিয়ে এসেছে। খবর এএফপি। গার্টনারের প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ডিভাইস বিক্রিতে উল্লেখযোগ্য অগ্রগতি লাভ করেছে চীনভিত্তিক কয়েকটি প্রতিষ্ঠান। বৈশ্বিক স্মার্টফোন বাজারে সেপ্টেম্বরে সমাপ্ত প্রান্তিকে যে পরিমাণ ডিভাইস বিক্রি হয়েছে, তার ২১ শতাংশই চীনভিত্তিক হুয়াওয়ে, অপো ও বিবিকে কমিউনিকেশন ইকুইপমেন্টের তৈরি। পাশাপাশি স্মার্টফোন বাজারের শীর্ষ পাঁচ কোম্পানি মধ্যে কেবল তারাই বিক্রি প্রবৃদ্ধি অর্জনে সমর্থ হয়েছে। গার্টনার জানায়, চীনে জুলাই- সেপ্টেম্বর প্রান্তিকে স্মার্টফোন বিক্রি বেড়েছে ১২ দশমিক ৪ শতাংশ। গুরুত্বপূর্ণ বাজারটিতে বিক্রি বৃদ্ধির সুযোগ সফলভাবে কাজে লাগাতে পেরেছে শুধু অপো ও বিবিকে কমিউনিকেশন ইকুইপমেন্ট। ডিভাইস নির্মাতা অপোর মোট বিক্রীত স্মার্টফোনের ৮১ শতাংশই বিক্রি হয়েছে স্থানীয় বাজারে। বিবিকে কমিউনিকেশন ইকুইপমেন্টের মোট বিক্রি হওয়া ডিভাইসের ৮৯ শতাংশ বিক্রি হয়েছে চীনে। পাশাপাশি ভারত, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, থাইল্যান্ড ও রাশিয়ায় এ দুই ডিভাইস নির্মাতার স্মার্টফোন বিক্রি বেড়েছে উল্লেখযোগ্য। বাজার গবেষণা প্রতিষ্ঠানটির প্রতিবেদন অনুযায়ী, বৈশ্বিক স্মার্টফোন বাজারে শীর্ষ অবস্থানে থাকলেও প্রান্তিকটিতে স্যামসাং ও অ্যাপলের ডিভাইস বিক্রি কমেছে। দক্ষিণ কোরিয়াভিত্তিক স্যামসাংয়ের বিক্রি হ্রাস পেয়ে বাজার দখল দাঁড়িয়েছে ১৯ দশমিক ২ শতাংশ। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকের মাঝামাঝি সময় গ্যালাক্সি নোট ৭ উন্মোচন করে স্যামসাং। ফ্ল্যাগশিপ ডিভাইসটি নিয়ে ব্যাপক প্রত্যাশা ছিল প্রতিষ্ঠানটির। কিন্তু উন্মোচনের পর পরই এ নিয়ে বিপত্তিতে পড়তে হয়। বহুল প্রত্যাশিত গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের একাধিক অভিযোগ আসতে থাকে। গ্রাহক নিরাপত্তার স্বার্থে তাত্ক্ষণিক ডিভাইসটি প্রত্যাহার করে নেয়ার ঘোষণা দেয়া হয়। বৈশ্বিক বাজার থেকে প্রথম ধাপে সরবরাহকৃত প্রায় ২৫ লাখ গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোন ফেরত নেয় প্রতিষ্ঠানটি। পরবর্তীতে দুই সপ্তাহ পর গ্রাহকদের নতুন ডিভাইস সরবরাহ করা হয়। কিন্তু তাতেও শেষ রক্ষা হয়নি। পরিবর্তিত ডিভাইসেও ব্যাটারি বিস্ফোরিত হয়ে অগ্নিকান্ডের অভিযোগ পাওয়া যায়। ব্যাপক সমালোচনার মধ্যে স্থায়ীভাবে গ্যালাক্সি নোট ৭ উৎপাদন বন্ধ করে স্যামসাং এবং গ্রাহকদের অর্থ ফেরত দেয়ার ঘোষণা দেয়া হয়। বিশ্লেষকদের মতে, গ্যালাক্সি নোট ৭ স্মার্টফোনের উৎপাদন বন্ধের ঘোষণা সঠিক সিদ্ধান্ত ছিল। কিন্তু অগ্নিঝুঁকির কারণে স্যামসাং ব্র্যান্ডের যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নেয়া অনেকটা কঠিন হয়েছে পড়েছে। স্যামসাং ডিভাইস বিক্রি প্রবৃদ্ধিতে নেতিবাচক প্রভাব ফেলেছে গ্যালাক্সি নোট ৭ বিপত্তি। শুধু তাই নয়; বর্তমানে প্রতিষ্ঠানটির পরবর্তী ফ্ল্যাগশিপ ডিভাইস গ্যালাক্সি এস৮ উন্মোচন অনেকটা চ্যালেঞ্জের মুখে পড়েছে। বাজার গবেষণা প্রতিষ্ঠানটির তথ্য অনুযায়ী, স্যামসাং গ্যালাক্সি নোট ৭ নিয়ে বিপত্তিতে পড়লেও প্রায় একই সময় উন্মোচিত আইফোন ৭ দিয়ে খুব একটা বাজার জমাতে পারেনি মার্কিন প্রযুক্তি কোম্পানি অ্যাপল। জুলাই-সেপ্টেম্বর প্রান্তিকে প্রতিষ্ঠানটির বিক্রি হ্রাস পেয়ে বাজার দখল দাঁড়ায় ১১ দশমিক ৫ শতাংশ। বরং গ্যালাক্সি নোট ৭ বিপত্তিতে প্রিমিয়াম অ্যান্ড্রয়েড ডিভাইস বাজারে সুবিধা করেছে হুয়াওয়ের মতো চীনের ডিভাইস নির্মাতারা।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ