Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রযুক্তির উৎকর্ষতায় সেরা অভিজ্ঞতা নিয়ে কোনে

| প্রকাশের সময় : ১৮ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

১৬ নভেম্বর বুধবার থেকে শুরু হওয়া গ্লোবাল লিফট অ্যান্ড এসকেলেটর এক্সপো-তে অংশ নিচ্ছে বিশ্বের শীর্ষস্থানীয় অ্যালিভেটর ও এসকেলেটর নির্মাতা প্রতিষ্ঠান কোনে। রাজধানী ঢাকার বসুন্ধরায় অবস্থিত আন্তর্জাতিক কনভেনশন সিটিতে ১৮ নভেম্বর শুক্রবার পর্যন্ত চলবে দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া গ্লোবাল লিফট অ্যান্ড এসকেলেটর এক্সপো। এক্সপোতে কোনে নিজেদের উন্নত ও বিশ্বসেরা প্রযুক্তির অ্যালিভেটর সামগ্রী প্রদর্শন করবে। পরিবেশবান্ধব পারফরম্যান্স, প্রিমিয়াম অভিজ্ঞতা এবং পুরস্কারপ্রাপ্ত নকশার সম্মিলিত পণ্য নিয়ে বাংলাদেশের বাজারে যুক্ত হতেই উক্ত এক্সপোতে অংশ নিচ্ছে কোনে। সম্প্রতি অনুষ্ঠিত লিফট ও এসকেলেটর এক্সপোতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের (আইএবি) সভাপতি স্থপতি ড. আবু সাঈদ ম. আহমেদ, বিল্ডিং ফর টেকনোলজিস অ্যান্ড আইডিয়াসের (বিটিআই) ব্যবস্থাপনা পরিচালক ফাইজুর রহমান খান, ইনস্টারের চেয়ারম্যান আরমান হক এবং টার্নার গ্রাহামস (বাংলাদেশ) লিমিটেডের ডিরেক্টর অব বিজনেস ডেভেলপমেন্ট ফারিয়া সামরীন নিজাম। -বিজ্ঞপ্তি



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ