পুনরায় যমুনা ব্যাংকের এমডি হলেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ
যমুনা ব্যাংক লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে আরও ৫ বছরের জন্য পুনরায় নিয়োগ পেয়েছেন মির্জা ইলিয়াছ উদ্দিন আহমেদ। বাংলাদেশ ব্যাংক তাকে পুনঃনিয়োগের অনুমোদন দিয়েছে।
শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) অনুমোদন পেয়েছে। বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের সাধারণ সভায় অনুমোদন দেয়া হয়। কোনো প্রিমিয়াম ছাড়াই অভিহিত মূল্য ১০ টাকায় দুই কোটি শেয়ার ইস্যু করে ২০ কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। মঙ্গলবার কমিশনের ৫৮৯তম সভায় আইপিও অনুমোদন পায় কোম্পানিটি। কমিশনের নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, অভিহিত মূল্যে দুই কোটি শেয়ার আইপিও অনুমোদন পেয়েছে। শেয়ার ইস্যুর মাধ্যমে ২০ কোটি টাকা উত্তোলন করে ওয়াশিং প্লান্ট ভবন নির্মাণ, স¤প্রসারণ এবং প্লান্টের মেশিন ও সরঞ্জামাদি ক্রয়-স্থাপন, ইটিপি স¤প্রসারণ, ব্যাংক ঋণ পরিশোধ ও আইপিও খাতে ব্যয় করবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।