পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইনকিলাব ডেস্ক : বাংলাদেশ রফতানিতে শুধু তৈরি পোশাক খাতের মধ্যে সীমাবদ্ধ থাকতে চায় না। অন্যান্য খাতেও রফতানিতে এগিয়ে যেতে চায়। তাই বাংলাদেশ নিউজিল্যান্ডে তৈরি পোশাক, ফার্মাসিউটিক্যাল, চামড়াজাত পণ্য রফতানি করতে আগ্রহী বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। বাণিজ্য মন্ত্রণালয়ে নিউজিল্যান্ডের রাষ্ট্রদূত গ্রাহামে মার্টনের সাথে সাক্ষাত শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
মার্টনে বলেন, ‘তৈরি পোশাকসহ বেশকিছু খাতে বাংলাদেশের বেশ অগ্রগতি হয়েছে। ভবিষ্যৎ সম্ভাবনাময়। দুই দেশের বাণিজ্যও ভালো। এটা বাড়ানো সম্ভব। দুই দেশের সুসম্পর্ক বজায় থাকলে এটা আরো বৃদ্ধি পাবে।’
২০১৫ সালের তথ্য অনুযায়ী ৩৪.৪১ বিলিয়ন ডলার রফতানি এবং আমদানি করে ৩৫.৮০ বিলিয়ন মার্কিন ডলার। সে হিসেবে রফতানির তুলনায় আমদানি বেশি। তিনি বলেন, পণ্য ও বাজার বহুমুখীকরণের লক্ষ্যে
বাংলাদেশ কাজ করে যাচ্ছে। এ জন্য সরকার ইতোমধ্যে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। নিউজিল্যান্ড বিনিয়োগের অন্যতম জায়গা। বাংলাদেশী ব্যবসায়ীরা সেখানে বিনিয়োগ করতে পারবেন।
এ দিকে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যেসব দেশে শুল্কমুক্ত সুবিধা পাই না, সেসব দেশের সঙ্গে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট (এফটিএ) করতে চাই। এর মধ্যে ব্রাজিল ও আর্জেন্টিনা অন্যতম। তবে রাশিয়ার সঙ্গে আমাদের বাণিজ্য তেমন নয়। তারপরও আমরা শিগগিরই রাশিয়াতে এক লাখ মেট্রিক টন আলু রফতানি করব। -ওয়েবসাইট
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।