পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
গঙ্গাচড়া উপজেলা সংবাদদাতা : রংপুর জেলার গঙ্গাচড়ায় গত শনিবার উপজেলার নির্বাচিত ১০০ জন পাট চাষীকে আধুনিক পদ্ধতিতে পাট ও পাট বীজ উৎপাদন, উন্নত পাট পচন, পাটের শ্রেণি বিন্যাস বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ সভাকক্ষে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অধীনে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ‘উচ্চ ফলনশীল (উফশী) পাট ও পাট বীজ উৎপাদন এবং উন্নত পাট পচন’ শীর্ষক প্রকল্পের আওতায় অনুষ্ঠিত প্রশিক্ষণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার তৌহিদুল ইসলাম।
প্রশিক্ষক ছিলেন উদ্যান বিশেষজ্ঞ খন্দকার মেজবাহুল ইসলাম, ঊর্ধ্বতন সহকারী প্রকল্প পরিচালক (সমন্বয়) মোশাররফ হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, পাট উন্নয়ন কর্মকর্তা একেএম মাহবুব আলম বিশ্বাস, উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা আশীষ কুমার ভৌমিক, রবিউল ইসলাম, আহসান হাবীব।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।