পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
যশোর থেকে রেবা রহমান : বসন্ত উৎসব ও ভালোবাসা দিবসে যশোরের ফুলের রাজ্য গদখালীতে প্রায় ১২ কোটি টাকার ফুল বিক্রি হয়েছে। ফুলচাষিরা আশা করছেন আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে আরো ফুল বিক্রি হবে। সব মিলিয়ে অন্তত ২০ কোটি টাকার ফুল বিক্রির টার্গেট রয়েছে। গদখালি ফুলচাষি ও ফুল ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি এবং বাংলাদেশ ফ্লাওয়ার সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুর রহিম জানান, গত ১০ ফেব্রæয়ারি থেকে গদখালিতে ফুল বিক্রি শুরু হয়েছে। দেশের ফুলের চাহিদার ৬০ থেকে ৭০ ভাগ সরবরাহ হয় যশোর থেকে। তিনি জানান, বিভিন্ন দিবসে সারাদেশে যে পরিমাণ ফুল বেচাকেনা হয় তার বেশির ভাগই যশোরের। গদখালী ফুল বাজারে প্রতিদিন গড়ে প্রায় ২০ লাখ টাকার বিভিন্ন জাতের ফুল বিক্রি হয়। যার বড় অংশ যায় রাজধানীতে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, চলতি বছর যশোরের গদখালিতে ৫৬০ হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় ফুলের উৎপাদন ভালো হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।