Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দেশ এখন বিশ্বের অনুকরণীয় -সুবিদ আলী ভূঁইয়া এমপি

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দাউদকান্দি (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা ঃ প্রতিরক্ষা মন্ত্রণালয় সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর জেনারেল (অবঃ) সুবিদ আলী ভূঁইয়া বলেছেন, বাংলাদেশ কৃষি, বস্ত্র, স্বাস্থ্য, বিদ্যুৎসহ অনেক ক্ষেত্রে এখন বিশ্বের মধ্যে অনুকরণীয়, শেখ হাসিনার সুদৃষ্টির নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। হিন্দু, মুসলিমসহ সকল ধর্মের সহাবস্থানে বাংলাদেশের ভূমিকা দৃষ্টান্ত স্বরূপ। তাই তিনি সকলকে শান্তিপূর্ণভাবে বসবাসের আহবান জানান। তিনি গতকাল মঙ্গলবার মেঘনা উপজেলা হলরুমে হিন্দু সম্প্রদায়ের উপর হামলার প্রতিবাদ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা চেয়ারম্যান মেজর (অবঃ) মোহাম্মদ আলী সুমন, মেঘনা উপজেলা চেয়ারম্যান আব্দুস সালাম, উপজেলা ভাইস চেয়ারম্যান তাজুল ইসলাম, উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহিনা আক্তার সুমি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার কামাল উদ্দিন, উপজেলা পূজা কমিটির সভাপতি শ্রী শংকর কুমার দাস, মজিবুর রহমান, শামীম, হালিমা আক্তার, লিটন আব্বাসী, চেয়ারম্যান ফারুক আব্বাসী, মাইনুদ্দিন তপন, মোঃ হারুন, সানাউল্লাহ সিকদার ও হুমায়ন, শাহ আলী, সুমন, আল-আমিন প্রমুখ। এছাড়ও উপজেলা একটি বাড়ী একটি খামার, পল্লী সঞ্চয় ব্যাংক ও দ্ইুটি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন উদ্বোধন করেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: দেশ এখন বিশ্বের অনুকরণীয় -সুবিদ আলী ভূঁইয়া এমপি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ