Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অভাবে ঝড়ে গেল মেধা শ্রীপুরে শিশু শ্রমিকের তিন আঙ্গুল কাটা গেল মেশিনে

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

শ্রীপুর (গাজীপুর) উপজেলা সংবাদদাতা : অসুস্থ বাবার সংসারের হাল ধরতে জুতার কারখানায় শ্রমিক পদে চাকরি নেয় সুইটি। মা অন্যে বাড়িতে ঝিঁয়ের কাজ করে। অভাবের কারণে বেশি লেখাপড়া করতে পারেনি। কোনোরকম নাম ঠিকানা লিখতে জানে। কারখানায় জুতার মেশিন চালাতে গিয়ে তার ডান হাতের তিনটি আগুল কাটা পড়ে। আঙ্গুল হারিয়ে কর্মহীন হয়ে দিন কাটছে তার। হতাশা আর উৎকন্ঠায় শিশু সুইটির দু‘চোখে এখন শুধুই পানি। গুরুতর আহত ওই শিশু গাজীপুরের শ্রীপুর উপজেলার টেপিরবাড়ী গ্রামের বেন বীচ প্রা: লি: জুতার কারখনার শ্রমিক। সে চাঁদপুর জেলার হাইমচর থানার উত্তর বিংগুড়িয়া গ্রামের আহসান গাজীর কন্যা। জানা যায়, সুইটি হাইমচর থানার উত্তর বিংগুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণিতে লেখাপড়া করত। অভাবের সংসারের হাল ধরতে ও অসুস্থ বাবার চিকিৎসার টাকা যোগাড় করতে বিদ্যালয় ছেড়ে চাচীর হাত ধরে চলে আসে শ্রীপুরের টেপির বাড়ী গ্রামে। দেড় মাস পূর্বে চার হাজার টাকা মাসিক বেতনে হেলপারের চাকরি নেয় ওই গ্রামের বেনবীচ প্রাঃ লিঃ নামক জুতার কারখানায়। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত কাজ। বাড়তি আয়ের জন্য প্রতিদিন রাত নয়টা পর্যন্ত চার ঘণ্টা অতিরিক্ত সময়ের কাজ করত সুইটি। ছোট শিশুটির দৈনিক বার ঘণ্টার কাজ শরীরে মানায় নি। সুইটি জানায়, গত রবিবার রাত সাড়ে আটটার দিকে কারখানার সুপারভাইজার আজিজুল হক তাকে মেশিন চালাতে বলে। কোনো অভিজ্ঞতা ছাড়াই শিশু সুইটিকে মেশিন ধরিয়ে দেন ওই সুপারভাইজার। মুহূর্তেই তার ডান হাত থেকে বিচ্ছিন্ন হয় তিনটি আঙ্গুল। আঙ্গুল হাড়িয়ে কর্মহীন সুইটির দু‘চোখে শুধুই হতাশা। কিভাবে চলবে অসুস্থ বাবার অভাবের সংসার। চাচী নাজমা আক্তার জানান, সুইটি তার ভাড়া করা বাসায় ব্যথায় কাতরাচ্ছে। হাসপাতালে রেখে তার উন্নত চিকিৎসা প্রয়োজন। স্থানীয় লোকদের অভিযোগ, ওই কারখনায় কম বেতনে শিশু শ্রমিক দিয়ে কাজ করানো হয়। কারখানার প্লানিং ম্যানেজার খালেদ হাসান শিশু শ্রমিক দিয়ে কাজ করানোর কথা অস্বীকার করে বলেন মেয়েটির কান্না কাটি দেখে মানবিক বিবেচনায় তাকে কাজ দেয়া হয়েছিল। কারখানা কর্তৃপক্ষ তার চিকিৎসার ব্যয়ভার বহন করছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: অভাবে ঝড়ে গেল মেধা শ্রীপুরে শিশু শ্রমিকের তিন আঙ্গুল কাটা গেল মেশিনে
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ