Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

১৪ দলের মানববন্ধনে ১৪ স্থানে থাকবেন কেন্দ্রীয় নেতারা

প্রকাশের সময় : ১৫ ফেব্রুয়ারি, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : পাকিস্তানের অব্যাহত বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র, কূটনৈতিক শিষ্টাচার বহির্ভূত কর্মকা- ও মুক্তিযোদ্ধার সংখ্যা নিয়ে বিএনপি চেয়ারপারসনের বক্তব্য নিয়ে সৃষ্ট বিতর্কের প্রতিবাদে সোমবার বিকাল চারটা থেকে পাঁচটা পর্যন্ত রাজধানীর ১৪টি স্থানে মানববন্ধন করবে আওয়ামী লীগ নেতৃত্বাধীন ১৪ দলীয় জোট।
ঢাকা মহানগরীতে এই মানব বন্ধন কর্মসূচি গাবতলী, শ্যামলী, আসাদ গেইট, ২৭নং রোড, রাসেল স্কয়ার, গ্রীণ রোড, বসুন্ধরা, সোনারগাঁও হোটেল, শাহবাগ, মৎস্য ভবন, প্রেসক্লাব, পল্টন মোড়, নূর হোসেন স্কয়ার, বঙ্গবন্ধু স্কয়ার, গুলিস্তান পার্ক, ইত্তেফাক মোড়, রাজধানী মার্কেট, সায়েদাবাদ, যাত্রাবাড়ী চৌরাস্তা মোড় পর্যন্ত হবে। এতে ১৪ দলের কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন। ১৪ দলের দপ্তর সমন্বয়ক ও আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক এ্যাডভোকেট মৃণাল কান্তি দাস স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবিবার এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয় গাবতলী থেকে টেকনিক্যাল হয়ে শ্যামলী পর্যন্ত মিরপুর থানা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ ও শরীক দলের নেতাকর্মীরা উপস্থিত থাকবেন। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা নূহ-উল-আলম লেনিন, মে. জে. (অব.) আব্দুল হাফিজ মল্লিক, মিজবাউদ্দিন সিরাজ, হাছান মাহমুদ, জাসদের শিরিন আকতার, ওয়ার্কার্স পার্টির শাহানা ফেরদৌসী লাকী, ন্যাপের জহিরুল হক, গণতন্ত্রী পার্টির জেডএ ওয়াহেদ, আ.লীগ নেতা আসলামুল হক আসলাম, আশরাফুন্নেছা মোশাররফ উপস্থিত থাকবেন।
শ্যামলী, কলেজ গেইট, আসাদ গেইট হয়ে ২৭নং সড়ক পর্যন্ত (মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ এবং শরীক সংগঠনের নেতারা উপস্থিত থাকবেন।) এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ওবায়দুল কাদের, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, রাজিউদ্দিন আহমেদ রাজু, জাহাঙ্গীর কবীর নানক, ক্যাপ্টেন (অব.) এবি তাজুল ইসলাম, মির্জা আজম, ওয়ার্কার্স পার্টির আমিনুল ইসলাম গোলাপ, হাজেরা সুলতানা, ন্যাপের রুনু আহম্মেদ, গণতন্ত্রী পার্টির খায়রুল, জাসদের খালেদ, আওয়ামী লীগের রওশন জাহান সাথী, শেখ বজলুর রহমান, ইমতিয়াজ খান বাবুল, সাদেক খান উপস্থিত থাকবেন।
২৭নং সড়ক থেকে রাসেল স্কয়ার পর্যন্ত (পল্লবী থানা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ এবং শরীক সংগঠনগুলো)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সতীশ চন্দ্র রায়, ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস, ইলিয়াস উদ্দিন মোল্লা, ন্যাপের পরিতোষ দেবনাথ উপস্থিত থাকবেন।
রাসেল স্কয়ার, গ্রীণ রোড স্কয়ার হয়ে বসুন্ধরা মার্কেট পর্যন্ত (ধানমন্ডি, হাজারীবাগ থানা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহ ও শরীক সংগঠনগুলো)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম সেলিম, আহমদ হোসেন, আবদুস সোবহান গোলাপ, এইচএন আশিকুর রহমান, এএইচএম খায়রুজ্জামান লিটন, আখতারউজ্জামান, আব্দুর রহমান, এসএম কামাল হোসেন, কামরুল ইসলাম, মোহাম্মদ জমির, এএফএম ফখরুল ইসলাম মুন্সি, জাসদের সভাপতি হাসানুল হক ইনু, ওয়ার্কার্স পার্টির কমরেড এনামুল হক এমরান, ন্যাপের নজরুল মজিদ বেলাল, গণতন্ত্রী পার্টির শরাফত আলী উপস্থিত থাকবেন।
বসুন্ধরা মার্কেট থেকে সোনারগাঁও হোটেল পর্যন্ত (কাফরুল, ক্যান্টনমেন্ট থানা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহÑশরীক সংগঠনগুলো)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আ হ ম মোস্তফা কামাল (লোটাস কামাল), স্থপতি ইয়াফেস ওসমান, দেওয়ান শফিউল আরেফিন টুটুল, প্রফেসর ডা. আলাউদ্দিন আহমেদ, প্রফেসর ডা. আব্দুল মান্নান, ওয়ার্কার্স পার্টির মোহাম্মদ তৌহিদ, ন্যাপের আমিনুল ইসলাম, গণতন্ত্রী পার্টির কানন আরা এবং আওয়ামী লীগের কামাল মজুমদার, আসাদুজ্জামান খান কামাল উপস্থিত থাকবেন।
সোনারগাঁও হোটেল মোড়, বাংলা মটর, রূপসী বাংলা হোটেল হয়ে শাহবাগ মোড় পর্যন্ত (তেজগাঁও, উত্তরা, তুরাগ, বিমান বন্দর থানা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহÑ শরীক সংগঠনগুলো)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সাহারা খাতুন, একেএম রহমত উল্লাহ, এএমএ মান্নান, ন্যাপের রুহুল আমিন, গণতন্ত্রী পার্টির ডা. সিকদার, কমিউনিস্ট কেন্দ্রের এসএম পল্টন উপস্থিত থাকবেন।
শাহবাগ মোড় থেকে মৎস্য ভবন পর্যন্ত (রমনা, খিলক্ষেত থানা আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহÑশরীক সংগঠনগুলো)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, বীর বাহাদুর, আবু সাঈদ আল মাহমুদ স্বপন, বদিউজ্জামান ভুঁইয়া ডাবলু, সিমিন হোসেন রিমি, আমিনুল ইসলাম আমিন, সুজিত রায় নন্দী, একেএম এনামুল হক শামীম, ড. মির্জা জলিল, সাম্যবাদী দলের পলিট ব্যুরোর সদস্য কমরেড অধ্যাপক প্রদ্যুত, ওয়ার্কার্স পার্টির মাহমুদুল হাসান মানিক, ন্যাপের নাসিমা হক, গণতন্ত্রী পার্টির কমল ঘোষ উপস্থিত থাকবেন।
মৎস্য ভবন থেকে প্রেসক্লাব হয়ে পল্টন মোড় পর্যন্ত (লালবাগ, কামরাঙ্গীরচর থানা আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহÑশরীক সংগঠনগুলো)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আমির হোসেন আমু, আবুল মাল আবদুল মুহিত, ইউসুফ হোসেন হুমায়ুন, সৈয়দ রেজাউর রহমান, খালিদ মাহ্মুদ চৌধুরী, আব্দুল মতিন খসরু, আফজাল হোসেন, আব্দুল মান্নান খান এমপি, অসীম কুমার উকিল, ধীরেন্দ্র চন্দ্র দেবনাথ শম্ভু, মমতাজ উদ্দিন মেহেদী, ওয়ার্কার্স পার্টির আকসির এম চৌধুরী, সাম্যবাদী দলের আবু হামেদ সাহাবুদ্দিন, কমিউনিস্ট কেন্দ্রের ডা. অসীত বরণ রায়, আনিসুর রহমান মল্লিক, ন্যাপের ইসমাইল হোসেন, গণতন্ত্রী পার্টির শহীদুল ইসলাম বাবলু উপস্থিত থাকবেন।
পল্টন মোড় থেকে নূর হোসেন স্কয়ার হয়ে গুলিস্তান মোড় পর্যন্ত (মতিঝিল, বাড্ডা থানা আওয়ামী লীগ, ৫৬ নং ওয়ার্ড আওয়ামী লীগ ও পেশাজীবী সংগঠনসমূহÑশরীক সংগঠনগুলো)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা মহীউদ্দীন খান আলমগীর, মে. জে. (অব.) কে এম শফিউল্লাহ, দীপু মণি, বিএম মোজাম্মল হক, আসাদুজ্জামান নূর, র আ ম উবায়দুল মোক্তাদির চৌধুরী, ওয়ার্কার্স পার্টির আমিরুল হক আমীন, সাম্যবাদী দলের লুৎফর রহমান, ওয়ার্কার্স পার্টির কমরেড দীপংকর সাহা দিপু, ন্যাপের এ্যাডভোকেট ফজলুল হক, গণতন্ত্রী পার্টির ডা. শাহাদাৎ, জাসদের নাজমুল হক প্রধান, মীর আক্তার হোসেন উপস্থিত থাকবেন।
বঙ্গবন্ধু স্কয়ার (গুলিস্তান সিনেমা হল) থেকে পার্কের মধ্য দিয়ে ইত্তেফাক মোড় পর্যন্ত (কোতোয়ালী থানা আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহÑশরীক সংগঠনগুলো)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা বেগম মতিয়া চৌধুরী, মোহাম্মদ নাসিম, আবুল হাসনাত আব্দুল্লাহ, মাহবুব-উল আলম হানিফ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, মৃণাল কান্তি দাস, ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, আনিসুর রহমান মল্লিক, সাম্যবাদী দলের দিলীপ বড়–য়া, কমিউনিস্ট কেন্দ্রের ডা. ওয়াজিদুল ইসলাম খান, ন্যাপের আব্দুর রশিদ সরকার, গণতন্ত্রী পার্টির নূরুর রহমান সেলিম, জাসদের শরীফ নুরুল আম্বিয়া, মহানগর আ.লীগের নেতা মুকুল চৌধুরী, যুবলীগের ওমর ফারুক চৌধুরী, হারুন-অর-রশিদ, স্বেচ্ছাসেবক লীগের মোল্লা আবু কাওছার, পঙ্কজ দেবনাথ উপস্থিত থাকবেন।
ইত্তেফাক মোড় থেকে রাজধানী মার্কেট পর্যন্ত (সূত্রাপুর থানা আওয়ামী লীগ, সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহÑশরীক সংগঠনগুলো)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা কাজী আকরাম উদ্দিন আহমেদ, সাবের হোসেন চৌধুরী, হাবিবুর রহমান সিরাজ, ফজিলাতুন নেসা ইন্দিরা, বেগম মন্নুজান সুফিয়ান, মোস্তফা ফারুখ মোহাম্মদ, কমিউনিস্ট কেন্দ্রের সালাহউদ্দিন, ওয়ার্কার্স পার্টির আব্দুল খালেক, ন্যাপের পার্থ মজুমদার, গণতন্ত্রী পার্টির মাহমুদুর রহমান বাবু উপস্থিত থাকবেন।
রাজধানী মার্কেট থেকে সায়েদাবাদ পর্যন্ত (খিলগাঁও, সবুজবাগ থানা আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহÑশরীক সংগঠনগুলো)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এইচটি ইমাম, ড. মশিউর রহমান, নূরুল ইসলাম নাহিদ, জুনায়েদ আহমেদ পলক, সাইফুজ্জামান চৌধুরী জাভেদ, ন্যাপের অধ্যাপক মামুন, গণতন্ত্রী পার্টির শেখ আলাউদ্দিন, সাম্যবাদী দলের মোসাহিদ আহমেদ উপস্থিত থাকবেন।
সায়েদাবাদ থেকে যাত্রাবাড়ী পর্যন্ত (শ্যামপুর ও ডেমরা থানা আওয়ামী লীগ সহযোগী ও ভ্রাতৃপ্রতিম সংগঠনসমূহÑশরীক সংগঠনগুলো)। আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা আব্দুর রাজ্জাক, ফরিদুন্নাহার লাইলী, লে. কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খান, নসরুল হামিদ বিপু, হাবিবুর রহমান মোল্লা, সানজিদা খানম, ওয়ার্কার্স পার্টির তপন দত্ত, ন্যাপের তাজুল ইসলাম, গণতন্ত্রী পার্টির রফিক উদ্দিন, জাসদের শহীদুল ইসলাম উপস্থিত থাকবেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৪ দলীয় জোটের মুখপাত্র, আ.লীগের সভাপতিম-লীর সদস্য, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম যথাসময়ে ও যথাস্থানে ১৪ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি মুক্তিযুদ্ধের পক্ষের সকল অসাম্প্রদায়িক গণতান্ত্রিক শক্তি, সুশীল সমাজ, বুদ্ধিজীবী, পেশাজীবী, সংস্কৃতিসেবী, শ্রমিক, কৃষক, নারী, ছাত্র, যুবক, তরুণ সমাজসহ সর্বস্তরের জনগণ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনকে ব্যাপকভাবে শামিল হবার আহ্বান জানিয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ১৪ দলের মানববন্ধনে ১৪ স্থানে থাকবেন কেন্দ্রীয় নেতারা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ