পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
আওয়ামী লীগের সাবেক এমপি অ্যাডভোকেট এম জুবেদ আলী ইন্তেকাল করেছেন। ইন্না নিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯২ বছর। তিনি চার বার সংসদ সদস্য এবং ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির পাঁচবার সভাপতি নির্বাচিত হন। সাবেক এমপি ও বিশিষ্ট আইনজীবী এম. জুবেদ আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার এক শোক বার্তায় প্রধানমন্ত্রী বলেন, জুবেদ আলীর মৃত্যুতে দেশ একজন বিজ্ঞ রাজনীতিবিদকে হারাল। প্রধানমন্ত্রী মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। অ্যাডভোকেট মো. জুবেদ আলী গতকাল শনিবার ময়মনসিংহ মহানগরীর নেক্সাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল সাংবাদিকদের এ তথ্য জানান। তিনি বলেন, দীর্ঘদিন যাবত তিনি বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি নগরীর নেক্সাস হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। অ্যাডভোকেট মো. জুবেদ আলী ১৯৩০ সালের নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মুসলিম পরিবারে জন্ম গ্রহণ করেন। ১৯৬১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এলএলবি পাশ করেন। পরে ময়মনসিংহ বারে আইন ব্যবসা শুরু করেন। এম জুবেদ আলী মুক্তিযুদ্ধের সংগঠক ছিলেন। তিনি ৬ দফা আন্দোলন, ভাষা আন্দোলন, ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন ও বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন সকল রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০ সালের তৎকালীন পূর্ব পাকিস্তান প্রাদেশিক নির্বাচনে তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদ সদস্য নির্বাচিত হন। ১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে ময়মনসিংহ ২৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ১৯৮৬ ও ১৯৯১ সালের নেত্রকোনা-৪ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তিনি দুই ছেলে ও তিন মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ী রেখে গেছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।