Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১২:০১ এএম

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ওয়েবসাইট থেকে টিকিট কিনলে ১০ শতাংশ মূল্যছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে সংস্থাটি। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ ছাড় চলবে। গতকাল শনিবার (৩০ এপ্রিল) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, বিমানের ওয়েবসাইট থেকে টিকিট কেনার ক্ষেত্রে যাত্রীদের ১০ শতাংশ মূল্যছাড় দিচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। ওই মূল্যছাড় অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক সব রুটের জন্য প্রযোজ্য। গত ২৮ এপ্রিল থেকে শুরু হওয়া এ ছাড় চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। বিজিডাব্লিউইবি ২০২২ প্রমোকোড ব্যবহার করে এ ছাড় পাওয়া যাচ্ছে।
যাত্রীরা বিকাশ ও নগদের মাধ্যমে অথবা ভিসা, মাস্টার বা এমেক্সের ডেবিট বা ক্রেডিট কার্ডের মাধ্যমে টিকিটের মূল্য পরিশোধ করতে পারবেন। বিস্তারিত জানতে বিমান কল সেন্টার ০১৯৯০৯৯৭৯৯৭ নম্বরে যোগাযোগ করা যাবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বিমানের টিকিটে ১০ শতাংশ ছাড়
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ