Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ঝুড়িতে মিললো ৮ কেজি স্বর্ণ

শাহজালালে ময়লার

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ মে, ২০২২, ১২:০১ এএম

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি একটি এয়ারলাইন্সের ফ্লাইটে ময়লার ঝুড়ি থেকে ৭০ পিস স্বর্ণবার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজ। জব্দ করা স্বর্ণবারের ওজন ৮ কেজি ১২০ গ্রাম। গতকাল শনিবার শারজাহ থেকে আসা বিএস-৩৪৬ ফ্লাইট থেকে এসব স্বর্ণবার জব্দ করা হয়।

চোরাচালানরোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ বিমানবন্দরে নজরদারি বৃদ্ধি করে। ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট ঢাকায় আসে। সেখানে ময়লার ঝুড়ি থেকে স্বর্ণবার জব্দ করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: ঝুড়িতে মিললো ৮ কেজি স্বর্ণ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ