পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসরকারি একটি এয়ারলাইন্সের ফ্লাইটে ময়লার ঝুড়ি থেকে ৭০ পিস স্বর্ণবার জব্দ করেছে ঢাকা কাস্টম হাউজ। জব্দ করা স্বর্ণবারের ওজন ৮ কেজি ১২০ গ্রাম। গতকাল শনিবার শারজাহ থেকে আসা বিএস-৩৪৬ ফ্লাইট থেকে এসব স্বর্ণবার জব্দ করা হয়।
চোরাচালানরোধে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) সংস্থার তথ্যের ভিত্তিতে ঢাকা কাস্টম হাউজের প্রিভেনটিভ বিমানবন্দরে নজরদারি বৃদ্ধি করে। ঢাকা কাস্টম হাউজের উপ-কমিশনার (প্রিভেন্টিভ) মো. সানোয়ারুল কবীর বলেন, গতকাল সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একটি ফ্লাইট ঢাকায় আসে। সেখানে ময়লার ঝুড়ি থেকে স্বর্ণবার জব্দ করা হয়। এ ঘটনায় সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।