Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বঙ্গোপসাগরে নিখোঁজ ১টি ফিশিং ট্রলারসহ ১৬ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে নৌবাহিনী

প্রকাশের সময় : ১৬ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

আইএসপিআর : বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে গভীর নিম্নচাপের কবলে পড়ে নিখোঁজ হওয়া ১৬ জেলেকে জীবিত উদ্ধার করে একটি ফিশিং ট্রলারসহ বাংলাদেশ নৌবাহিনীর নিকট হস্তান্তর করেছে ভারতীয় কোস্ট গার্ড। গত সোমবার রাতে উদ্ধারকৃত জেলে ও ট্রলার এফভি ’তামান্না’-কে হিরণ পয়েন্ট থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে আন্তর্জাতিক পানি সীমায় নৌবাহিনী জাহাজ ‘গোমতী’র নিকট তাদেরকে হস্তান্তর করে ভারতীয় কোস্ট গার্ড জাহাজ ‘অমোঘ’। গতকাল মঙ্গলবার সকালে নৌবাহিনী জাহাজ ‘গোমতী’ বাংলাদেশের কোস্ট গার্ড জাহাজ তামজিদের নিকট তাদেরকে হস্তান্তর করে। পরে কোস্ট গার্ড জাহাজ ‘তামজিদ’ জেলেদের মংলা থানায় হস্তান্তর করে।
উল্লেখ্য, গত ২ নভেম্বর ‘এফভি তামান্না’ নামক ট্রলারটি মাছ ধরার উদ্দেশ্যে হিরণ পয়েন্ট হতে গভীর সমুদ্রে গমন করে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ হয়। পরবর্তীতে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ইঞ্জিন বিকল হয়ে তারা ভারতীয় পানি সীমায় ঢুকে পড়ে। পরে টহলরত ভারতীয় কোস্ট গার্ড তাদেরকে ট্রলারসহ উদ্ধার করে ভারতীয় কোস্ট গার্ড ঘাঁটিতে নিয়ে যায়। সেখানে উদ্ধারকৃত জেলেদের প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান করে এবং ট্রলারটিকে সংস্কার করে গত ১৪ নভে¤¦র হিরণ পয়েন্ট থেকে ৩০ নটিক্যাল মাইল দূরে
আন্তর্জাতিক পানি সীমায় বাংলাদেশ নৌবাহিনী জাহাজ ‘গোমতীর’ নিকট হস্তান্তর করে। বর্তমানে উদ্ধারকৃত জেলেরা সবাই সুস্থ রয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বঙ্গোপসাগরে নিখোঁজ ১টি ফিশিং ট্রলারসহ ১৬ বাংলাদেশি জেলেকে দেশে ফিরিয়ে এনেছে নৌবাহিনী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ