পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
স্টাফ রিপোর্টার : ফারাক্কায় গঙ্গার পানিপ্রবাহ বৃদ্ধি পেলে বাংলাদেশ বেশি পানি পায় বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী আনিসুল ইসলাম মাহমুদ।
রোববার জাতীয় সংসদে আ ফ ম বাহাউদ্দিন নাসিমের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা জানান।
মন্ত্রী জানান, ১৯৭২ সালের পানি চুক্তি অনুযায়ী শুষ্ক মৌসুমে (১ জানুয়ারি থেকে ৩১ মে) ১০ দিন ওয়ারী গঙ্গার পানি বন্টনের জন্য চুক্তি রয়েছে। সেই হিসাবে পানিরপ্রবাহ ৭০ হাজার কিউসেকের কম হলে হলে উভয় অর্ধেক করে পানি পায়। ৭০ হাজার থেকে ৭৫ হাজার কিউসেক হলে বাংলাদেশ ৩৫ হাজার কিউসেক এবং অবশিষ্ট প্রবাহ ভারত পায়। আর প্রবাহ ৭৫ হাজার কিউসেকের উপরে হলে ৪০ হাজার কিউসেক ভারত এবং অবশিষ্ট প্রবাহ বাংলাদেশ পায়।
আসিনুল ইসলাম মাহমুদ জানান, শর্ত অনুযায়ী ১১ মার্চ থেকে ১০ মে উভয় দেশ একটি বাধ দিয়ে গ্যারান্টিযুক্ত ৩৫ হাজার কিউসেক পানি পায়। চুক্তি অনুযায়ী প্রতিবছর শুকনো মৌসুমে ফারাক্কায় গঙ্গার পানি বন্টন করা হচ্ছে।
মন্ত্রী জানান, গত বছরের মে মাসের শুরুতে বাংলাদেশের পানির প্রবাহ ছিল ৩৬ হাজার ২৬৮ কিউসেক এবং মাসের শেষে ছিল ৫১ হাজার ৯১৮ কিউসেক।
তিনি জানান, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১১ সালে স্বাক্ষরিত উন্নয়ন সহযোগিতা সংক্রান্ত চুক্তির মাধ্যমে উপ-আঞ্চলিক সহযোগিতার আওতায় গঙ্গার পানিপ্রবাহ বৃদ্ধিসহ জলবিদ্যুৎ উন্নয়নে যৌথ প্রকল্প গ্রহণের প্রচেষ্টা অব্যাহত রয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।