Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপার মুনের আলোয় উদ্ভাসিত রাতের পৃথিবী

প্রকাশের সময় : ১৫ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ইনকিলাব ডেস্ক : সাত দশকে পৃথিবীর সবচেয়ে কাছাকাছি চলে এসেছে চাঁদ। গতরাতে পৃথিবীর একমাত্র উপগ্রহটি সুপার মুন নামে আকাশে ঔজ্জ্বল্য ছড়ায়। সৌরজগতের গ্রহ পৃথিবী আর পৃথিবীর একমাত্র উপগ্রহ চাঁদের গড় দূরত্ব তিন লাখ ৮৪ হাজার কিলোমিটার। গতরাতে সেটি প্রায় ২৮ হাজার কিলোমিটার কমে বলে জানান বিজ্ঞানীরা। ফলে আরো বড় ও উজ্জ্বলতম চাঁদের দেখা মেলে গতরাতে। অন্য সময়ের তুলনায় এ সময় চাঁদ ১৪ শতাংশ বড় দেখা যায়। শুধু তাই নয়, ৩০ শতাংশ বেশি উজ্জ্বল দেখাবে পৃথিবীর একমাত্র এই উপগ্রহটিকে। আকাশ পরিষ্কার থাকায় সন্ধ্যা ৭টা থেকে বাংলাদেশের মানুষ সুপার মুন দেখতে পায়।
এমন অবস্থার সৃষ্টি হয় কেবল তখনি, যখন নিজের কক্ষপথে ঘুরতে ঘুরতে চাঁদ পৃথিবীর খুব কাছে চলে আসে। অনন্যসাধারণ চাঁদের এমন রূপ দেখতে অপেক্ষা করতে হবে ২০৩৪ সাল পর্যন্ত। তবে এই সুপার মুন সবচেয়ে ভালোভাবে দেখতে পারবেন উত্তর আমেরিকার মানুষ। সূত্র : ওয়েবসাইট



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: সুপার মুনের আলোয় উদ্ভাসিত রাতের পৃথিবী
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ