Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

যুক্তরাষ্ট্র থেকেই জরুরি নথি স্বাক্ষর আইনমন্ত্রীর

প্রকাশের সময় : ১৪ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার ঃ যুক্তরাষ্ট্র থেকেই জরুরি নথি স্বাক্ষর করছেন আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক। বর্তমানে তিনি যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। ডিজিটাল বাংলাদেশের সুবিধা নিয়ে সেখান থেকেই তিনি জরুরি ও গুরুত্বপূর্ণ নথি-পত্রে স্বাক্ষর করছেন। গতকাল রোববার মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ড. মো. রেজাউল করিম স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। ইতোমধ্যে তিনি জেলা পরিষদ নির্বাচন বিধিমালা, সিটি করপোরেশন নির্বাচন বিধিমালা, উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা ও পল্লী সঞ্চয় ব্যাংক অধ্যাদেশ সংক্রান্ত নথিপত্রে স্বাক্ষর করেছেন। এছাড়া তিনি আরও কয়েকটি গুরুত্বপূর্ণ ফাইলে স্বাক্ষর করেছেন। আগামী ১৯ নভেম্বর পর্যন্ত তিনি যুক্তরাষ্ট্র থেকেই জরুরি নথি-পত্রে স্বাক্ষর করবেন। প্রসঙ্গত, আইনমন্ত্রী আনিসুল হক তাঁর মুমূর্ষু ছোট ভাইয়ের হৃদরোগের চিকিৎসা করানোর জন্য ৬ নভেম্বর সন্ধ্যায় যুক্তরাষ্টের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন। আগামী ২০ নভেম্বর সন্ধ্যায় তাঁর দেশে ফেরার কথা রয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: যুক্তরাষ্ট্র থেকেই জরুরি নথি স্বাক্ষর আইনমন্ত্রীর
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ