Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

এনসিসি ব্যাংক-আইডিএলসি ফাইন্যান্স চুক্তি

প্রকাশের সময় : ১৩ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

এনসিসি ব্যাংক লিমিটেড ৪০০ কোটি টাকার কুপন বেয়ারিং সাব অর্ডিনেটেড বন্ড ইস্যুর লক্ষ্যে বিএসইসি এবং বাংলাদেশ ব্যাংকের অনুমোদনসাপেক্ষে আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড-এর সঙ্গে সম্প্রতি “টার্ম শীট” এ স্বাক্ষর করেছে। এই চুক্তির মাধ্যমে এনসিসি ব্যাংক বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী টায়ার-২ মূলধন বৃদ্ধি করতে পারবে যা ঝুঁকির বিপরীতে ব্যাংকের মূলধন পর্যাপ্ততার হার বৃদ্ধি করবে এবং ব্যাংকের বিনিয়োগ সক্ষমতা বৃদ্ধি পাবে। এনসিসি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও গোলাম হাফিজ আহমেদ এবং আইডিএলসি ফাইন্যান্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও আরিফ খান স্ব স্ব প্রতিষ্ঠানের পক্ষে “টার্ম শীট” এ স্বাক্ষর করেন। এ সময় এনসিসি ব্যাংক লিঃ-এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ ফজলুর রহমান, এ জেড এম সালেহ্ ও মোঃ হাবিবুর রহমান এবং ইভিপি ও চিফ ফিন্যান্সিয়াল অফিসার মোহাম্মদ মিজানুর রহমান এফসিএ এবং আইডিএলসি ফাইন্যান্স লিঃ-এর মহাব্যবস্থাপক এবং হেড অব কর্পোরেট মেসবাহ্ উদ্দিনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য যে, দেশের অন্যতম শীর্ষস্থানীয় বাণিজ্যিক ব্যাংক এনসিসি ব্যাংকের স্থিতিপত্রের আকার বর্তমানে প্রায় ১৫,৯৭৪ কোটি টাকা। ২০১৬ সালের তৃতীয় প্রান্তিক শেষে ব্যাংকের পরিচালন মুনাফা প্রায় ২৯৫ কোটি টাকা যা গত বছরের একই সময়ের চেয়ে ১৭% বৃদ্ধি পেয়েছে। এছাড়া আমানতের পরিমাণ প্রায় ১২,১৮২ কোটি টাকা যা ১৩% বৃদ্ধি এবং ঋণ ও অগ্রীমের পরিমাণ প্রায় ১১,৩৯২ কোটি টাকা যা গত বছরের একই সময়ের তুলনায় ১৪% বৃদ্ধি পেয়েছে। “অঅ” রেটিংপ্রাপ্ত এনসিসি ব্যাংক দেশের গুরুত্বপূর্ণ স্থানে অবস্থিত ১০৪টি অনলাইন শাখার মাধ্যমে গ্রাহকগণকে পূর্ণাঙ্গ ব্যাংকিংসেবা প্রদান করে আসছে। প্রেস বিজ্ঞপ্তি

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: এনসিসি ব্যাংক-আইডিএলসি ফাইন্যান্স চুক্তি
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ