পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর নেতৃবৃন্দ বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি চাল ডাল তেল লবনের মূল্য এতো বেশি বৃদ্ধি পেয়েছে যে, মানুষের জীবন প্রায় দুর্বিষহ হয়ে উঠেছে। শুধু জিনিসপত্রের দামই বেড়েছে তা নয়, সেই সঙ্গে দফায় দফায় জ্বালানি তেলের দাম, গ্যাসের দাম, পানির দাম বৃদ্ধি করা হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করে জনগণের ক্রয়ক্ষমতার ভেতরে নিয়ে আসার জন্য সরকারকে দ্রুত পদক্ষেপ নিতে হবে।
দীর্ঘদিন ধরে দেশের আলেম উলামাকে জেলের অন্ধকার প্রকোষ্টে বন্দি রাখার নিন্দা জানিয়ে জমিয়ত নেতারা বলেন,জমিয়ত নেতৃবৃন্দসহ আলেম উলামা এবং ইসলামী নেতৃবৃন্দকে জেলেবন্দি করে অন্যায় ও জুলুম করা হচ্ছে। যা দেশের জন্য কল্যাণ বয়ে আনবে না। দেশের শান্তি শৃঙ্খলায় আলেমদের ভূমিকা অপরিসীম। আলেমদের অন্যায়ভাবে নিপীড়ন দেশের জনগণ সহ্য করবে না। জমিয়ত নেতারা আগামী ঈদের আগে কারাবন্দি সকল ইসলামী নেতৃবৃন্দের নিঃশর্ত মুক্তির দাবি জানান।
গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ আয়োজিত ইফতার মাহফিল পূর্ব আলোচনা সভায় জমিয়ত নেতারা এসব কথা বলেন। জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সিনিয়র সহসভাপতি আল্লামা উবায়দুল্লাহ ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সহসভাপতি আল্লামা আব্দুর রব ইউসুফী, মহাসচিব আল্লামা মঞ্জুরুল ইসলাম আফেন্দী, মুফতি জাকির হোছাইন কাসেমী, মাওলানা আফজাল হোসাইন রহমানী, মুফতি জাবের কাসেমী, মাওলানা আব্দুল গফফার ছয়ঘরী, মাওলানা জয়নুল আবেদীন,মাওলানা বশিরুল হাসান খাদিমানী, মাওলানা মাহবুবুল আলম, মাওলানা আবুল বাশার, মাওলানা তাফাজ্জুল হক।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।