পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
মাহে রমজানে রোজাদারদের কষ্ট লাঘবে দ্রব্যমূল্যের উর্ধ্বগতি নিয়ন্ত্রণে আনতে হবে। সিন্ডিকেট চক্রের কারসাজিতে দ্রব্যমূল্যের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে। চড়া দামে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রি কিনতে ক্রেতাদের নাভিশ্বাস উঠছে। মেহনতি শ্রমিক সমাজের পাশাপাশি সাধারণ মানুষ আজ টিসিবির ট্রাকের পেছনে দীর্ঘ লাইনে দাঁড়িয়েও পণ্যসামগ্রি পাচ্ছে না। গতকাল শুক্রবার পুরানা পল্টনস্থ বাংলাদেশ নেজামে ইসলাম পার্টির উদ্যোগে মাওলানা আব্দুল লতিফ নেজামী (রহ.)স্মরণে আলোচনা সভা ও ইফতার মাহফিলে নেতৃবৃন্দ এসব কথা বলেন।
নেজামে ইসলাম পার্টির সভাপতি মাওলানা আব্দুর রশিদ মজুমদারের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেব বক্তব্য রাখেন, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান মাওলানা আবুল হাসানাত আমিনী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশের সাবেক অতিরিক্ত আইজিপি মাহবুব হোসেন। আরো বক্তব্য রাখেন, পার্টির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক এহতেশাম সারওয়ার, অধ্যাপক শেখ লোকমান হোসেন, মুফতি জিয়াউল হক মজুমদার, মহাসচিব মুফতি আব্দুল কাইয়ুম, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির মহাসচিব মঞ্জুর হোসেন ঈসা, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রতিনিধি মাওলানা আব্দুল কাইয়ুম, ইসলামী যুব সমাজের মহাসচিব এডভোকেট রবিউল আলম মজুমদার, মোঃ নুরুজ্জামান নেজামী, মোঃ মনির হোসেন মোঃ মনির হোসেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।