Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বাস্থ্য পরীক্ষা করাতে হাসপাতালে খালেদা জিয়া

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৬ এপ্রিল, ২০২২, ৫:২২ পিএম

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে গেছেন খালেদা জিয়া। বুধবার (০৬ এপ্রিল) বিকাল সোয়া ৪টায় ঢাকার গুলশানের বাসা থেকে একটি প্রাইভেটকারে করে হাসপাতালে পৌঁছান বিএনপি চেয়ারপারসন। এর আগে তার ব্যক্তিগত চিকিৎসক প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেছিলেন, মেডিকেল বোর্ড ম্যাডামের কিছু পরীক্ষা-নিরীক্ষার করার পরামর্শ দিয়েছেন। সেজন্য তিনি এভারকেয়ার হাসপাতালে যাবেন। সেখানে সেই নির্ধারিত টেস্টগুলো করা হবে। খালেদা জিয়া এই দফায় হাসপাতালে বর্তি হবেন কি না, তা পরীক্ষার ফল দেখে মেডিকেল বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান ডা. জাহিদ।

এভারকেয়ার হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত¡াবধানে একটি মেডিকেল বোর্ড বিএনপি চেয়ারপারসনকে চিকিৎসা দিচ্ছেন।

৭৬ বছর বয়সী খালেদা জিয়া বহু বছর ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, দাঁত, চোখের সমস্যাসহ শারীরিক জটিলতায় ভুগছেন।

গত বছরে নভেম্বরে খালেদা জিয়ার লিভার সিরোসিস ধরা পড়ে। তখন তিনি এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন টানা ৮১ দিন। গত ১ ফেব্রæয়ারি হাসপাতাল থেকে ছাড়া পান তিনি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: খালেদা জিয়া

২২ ফেব্রুয়ারি, ২০২৩
২০ ফেব্রুয়ারি, ২০২৩

আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ