Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

প্রতিমন্ত্রীর পুত্রের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৫ এপ্রিল, ২০২২, ১২:০০ এএম

পরিকল্পনা প্রতিমন্ত্রীর নাতনির জিম্মার বিষয় নিয়ে ছেলের বিরুদ্ধে করা মামলা আগামী ৬ মাসের মধ্যে নিষ্পত্তির জন্য নিম্ন (বিচারকি) আদালতকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। এ সময় পর্যন্ত প্রতিমন্ত্রীর নাতনি ৩ দিন মায়ের কাছে ও ৪ দিন বাবার কাছে রাখার হাইকোর্টের আদেশ বহাল রাখা হয়েছে। মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত ৫ বছর বয়সী কন্যাশিশুকে নিজের জিম্মায় চেয়ে পরিকল্পনা প্রতিমন্ত্রীর ছেলের বিরুদ্ধে শিশুটির মায়ের করা আবেদন খারিজ করে এ আদেশ দেন আদালত। গতকাল সোমবার প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে তিন সদস্যের বিচারপতির আপিল বিভাগের বেঞ্চ এ আদেশ দেন। শিশুটির মায়ের পক্ষে শুনানিতে ছিলেন অ্যাডভোকেট মো: আহসানুল করিম। বাবার পক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী। আদেশের বিষয়ে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল বলেন, মায়ের করা আবেদনটি আপিল বিভাগ খারিজ করে দিয়েছেন। ফলে শিশুটি ৩ দিন মায়ের কাছে আর ৪ দিন বাবার কাছে থাকবে হাইকোর্টের আদেশ বহাল থাকলো। সেই সঙ্গে আগামী ৬ মাসের মধ্যে বিচারিক আদালতকে মামলাটি নিষ্পত্তি করতে নির্দেশ দিয়েছেন সুপ্রিম কোর্ট।
অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, আমাদের আবেদনটি আপিল বিভাগ ডিসমিস করে দিয়েছেন। এর ফলে হাইকোর্টের আদেশ বহাল থাকলো।
প্রসঙ্গত: পাঁচ বছরের কন্যা শিশুকে বিদেশ না নিতে শিশুুটির পিতা পরিকল্পনা প্রতিমন্ত্রীর পুত্রের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন শিশুটির মা। শুনানি শেষে এ বিষয়ে সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেন হাইকোর্ট। রুলের শুনানি শেষে হাইকোর্ট রায় দেন। রায়ে হাইকোর্ট বাবার কাছে ৪ দিন এবং মায়ের কাছে ৩ দিন থাকবে-মর্মে রায় দেন। এ রায়ের বিরদ্ধে আপিল করেন শিশুটির মা। মায়ের সেই আবেদন খারিজ করে উপরোক্ত আদেশ দেন সুপ্রিম কোর্ট।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: প্রতিমন্ত্রীর পুত্রের মামলা ৬ মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ