Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চট্টগ্রামে তারাবির নামাজে মুসল্লির ঢল

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ৩ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

রহমত, মাগফিরাত ও নাজাতের মাস পবিত্র মাহে রমজানকে ঘিরে বারো আউলিয়ার পূণ্যভূমি চট্টগ্রামে ভিন্ন রকম এ আবহ তৈরী হয়েছে। টানা দুই বছর করোনা লকডাউনের মধ্যেই হয়েছে রমজান। এবার অনেকটা মহামারিমুক্ত পরিবেশে সিয়াম সাধনা শুরু হয়েছে। নগরী ও জেলার মসজিদে মসজিদে মুসল্লির ঢল নেমেছে। প্রায় সব মসজিদে আয়োজন করা হয়েছে খতমে তারাবিহ। মসজিদগুলোকে ধুয়ে মুছে আরো বেশি পরিস্কার পরিচ্ছন্ন করা হয়েছে। মুসল্লির সংখ্যা বেড়ে যাওয়ায় প্রায় সব মসজিদের ছাদে এবং আশপাশের খোলা জায়গায় নামাজ আদায়ের ব্যবস্থা করা হয়েছে।

ঘরে ঘরে মাহে রমজানের নানা আয়োজন। ইবাদত বন্দেগির পাশাপাশি সেহেরি-ইফতারির আয়োজনে ব্যস্ত গৃহিনীরা। গতকাল শনিবার নগরীর হাটবাজারগুলোতেও ছিলো উপচেপড়া ভিড়। মাহে রমজানের কেনাকাটা সেরেছেন অনেকে। ব্যস্ত নগরীতে ছিল যানজটের যন্ত্রণাও। গতকাল সন্ধ্যায় চাঁদ দেখার খবরে তারাবির নামাজ আদায়ে মসজিদমুখী হন নগরবাসী। সব বয়সের মানুষ ছুটেন মসজিদ পানে। নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ, জমিয়াতুল ফালাহ, লালদীঘি জামে মসজিদ, মসজিদে বায়তুশ শরফ, এনায়েত বাজার শাহী জামে মসজিদ, মুরাদপুর মসজিদে বেলাল, বহদ্দারহাট জামে মসজিদ, মক্কি মসজিদ, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ কেন্দ্রীয় জামে মসজিদ, সিজিএস কলোনী জামে মসজিদ, চট্টগ্রাম বিশ^বিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদসহ এই অঞ্চলের সব মসজিদে বিপুল সংখ্যক মুসল্লির সমাগম হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: চট্টগ্রামে তারাবির নামাজে মুসল্লির ঢল
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ