পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
রাজধানীর ধানমণ্ডিতে একটি প্রাডো গাড়িকে সাইড না দেয়ার অভিযোগে মাসুদুর রহমান নামে এক সাংবাদিকের ওপর হামলা চালান এক ব্যক্তি। সাদউল্লাহ নামে ওই হামলাকারী নিজেকে মেজর পরিচয় দেন। এ ঘটনায় টহলরত পুলিশ সাদউল্লাহকে আটক করে থানায় নিয়েছে। গতকাল বিকেল ৫টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী সাংবাদিক মাসুদুর রহমান ইনডিপেনডেন্ট টেলিভিশনের অপরাধ বিষয়ক প্রতিবেদক। মাসুদুর রহমান বলেন, ধানমণ্ডি দিয়ে ব্যক্তিগত মোটরসাইকেলে যাওয়ার সময় একটি প্রাডো গাড়ি আমার দিকে চাপতে থাকে। আমি সরে না গিয়ে নিজের সাইডে থাকায় গাড়ি থেকে বের হয়ে মেজর পরিচয় দিয়ে আমার ওপর হামলা চানান এক ব্যক্তি। তার হাতে একটি ওয়াকিটকি ছিল। ছবি তোলার সময় তা লুকিয়ে রাখেন। ভুক্তভোগী সাংবাদিক বলেন, এ ঘটনায় ধানমণ্ডি থানা পুলিশের একটি টহলরত টিম মেজর পরিচয় দেয়া সাদউল্লাহকে আটক করে থানায় নিয়েছে। থানার ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে জিজ্ঞাসাবাদ করবেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করবো বলেও জানান ইনডিপেনডেন্ট টেলিভিশনের সাংবাদিক মাসুদুর রহমান। জানতে চাইলে ধানমণ্ডি থানার ওসি ইকরাম আলী মিয়া বলেন, হামলাকারী মেজর নন। তিনি ব্যবসায়ী। তবে জানতে পেরেছি তার ভাই একটি চাকরি করেন। হাতে ওয়াকিটকি থাকার বিষয়ে জানতে চাইলে ওসি বলেন, আমি থানার বাইরে আছি। থানায় গিয়ে বিষয়টি দেখবো।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।