Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বোনের বাড়িতে তরুণীর ‘আত্মহত্যা’

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ২ এপ্রিল, ২০২২, ১২:০৮ এএম

রাজধানীর যাত্রাবাড়ীর মাতুয়াইলের একটি বাসা থেকে হ্যাপি আক্তার নামের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত্যুর পর তার ভ্যানিটি ব্যাগে কাফনের কাপড় পাওয়া গেছে। তিনি বিষপানে ‘আত্মহত্যা’ করেছেন বলে ধারণা পরিবারের। গত বুধবার দিনগত রাতে এ ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। হ্যাপি আক্তার কুমিল্লার দাউদকান্দির দুদু মিয়ার মেয়ে।

নিহতের মামাতো বোন আনোয়ারা বেগম জানান, তার বোন হ্যাপি আক্তার কুমিল্লার দাউদকান্দি থেকে ঢাকায় বেড়াতে আসেন। বুধবার তাকে বাসায় রেখে তিনি এবং তার স্বামী কাজে যান। রাত ১০টার দিকে বাসায় ফিরে এসে দরজা বন্ধ পান। অনেক ডাকাডাকি করা হলেও তিনি দরজা খুলছিলেন না। পরে দরজা ভেঙে ভেতরে ঢুকে তারা দেখেন হ্যাপি বিছানায় শুয়ে আছেন। তবে তার মুখ দিয়ে লালা বের হচ্ছিল।
তিনি আরও জানান, পরে দ্রুত তাকে ঢামেক হাসপাতালে নিয়ে যান তারা। তবে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার ভ্যানিটি ব্যাগে কাফনের কাপড় ছিল। তবে ঠিক কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, তা জানতে পারেননি আনোয়ারা বেগম।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বোনের বাড়িতে তরুণীর ‘আত্মহত্যা’
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ