Inqilab Logo

শুক্রবার, ২৮ জুন ২০২৪, ১৪ আষাঢ় ১৪৩১, ২১ যিলহজ ১৪৪৫ হিজরী

রাতের ভোটের সরকার এবার বদলে দেবো

মহমুদুর রহমান মান্না

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেছেন, এখন যারা ক্ষমতায় আছেন, এরা কি নীতির ভিত্তিতে এসেছে, নির্বাচন করে এসেছে? এই সরকার অবৈধ, এরা গায়ের জোরে ডাকাতি করে ক্ষমতায় রয়েছে। রাতের বেলায় ভোট ডাকাতি করার এই সরকার আমরা চাই না। এই সরকার যতদিন থাকবে, ততদিন জনগণের কল্যাণ হতে পারে না। তিনি বলেন, ‘আমরা এই সরকার বদলে দেবো। এই সরকারের পুরো অ্যাডমিনিস্ট্রেশন বদলে দিতে হবে। বদলে দেওয়ার জন্য একটা সময় লাগবে। জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে গতকাল ‘নৈতিক সমাজ’ সংগঠনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ কাউন্সিলে তিনি এসব কথা বলেন।

মান্না বলেন, ‘বাংলাদেশে যারা রাজনীতি করেন, তাদের নীতিহীনতা চিহ্নিত করার সুযোগ আছে। এখন যারা ক্ষমতায় আছেন, এরা কি নীতির ভিত্তিতে এসেছে, নির্বাচন করে এসেছে? এই সরকার অবৈধ, এরা গায়ের জোরে ডাকাতি করে ক্ষমতায় রয়েছে। এ সরকারকে দেশের মানুষ আর চায়না। মানুষ ফোঁসছে, মানুষ জাগছে। জনগণের আন্দোলনে এবার এ অবৈধ জালিম সরকারের পতন হবে। টিসিবির পণ্যের বিষয়ে তিনি বলেন, বাংলাদেশের যেকোনও জায়গার লোক বলবে, টিসিবির ৪০০ জনের পণ্য দেওয়ার পরেও আরও ৪০০ জন দাঁড়িয়ে থাকে। তারা ট্রাকের পেছনে দৌড়াতে থাকে। ৭৪-এর দুর্ভিক্ষ আমরা দেখেছিলাম, এখন সেই দলের ক্ষমতায় থাকা অবস্থায় একই দৃশ্য আমরা দেখছি। নৈতিক সমাজের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আমসা আমিনের সভাপতিত্বে প্রতিষ্ঠাবার্ষিকী ও বিশেষ কাউন্সিলে আরও বক্তব্য রাখেন গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি, গণঅধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুর প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: রাতের ভোটের সরকার এবার বদলে দেবো
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ