Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রমজানের মধ্যেই কারাবন্দি আলেমদের মুক্তি দিন : দেশের শীর্ষ উলামায়ে কেরাম

স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১ এপ্রিল, ২০২২, ১২:০৬ এএম

দেশের শীর্ষ উলামায়ে কেরামরা বলেন, দীর্ঘসময় ধরে বহুসংখ্যক শীর্ষস্থানীয় আলেম বর্তমানে একসাথে কারাগারে বন্দি আছেন। ইতিপূর্বে এত আলেমকে একসাথে কখনোই জেলে বন্দি করা হয়েছে বলে আমাদের জানা নেই। দায়িত্বশীলতার জায়গা থেকে আমরা উপলব্ধি করছি, বিপুল সংখ্যক উলামায়ে কেরামের কারাবন্দি করার কারণে বিভিন্ন মসজিদ মাদরাসা ও দ্বীনি প্রতিষ্ঠানে সঙ্কট তৈরি হয়েছে এবং ইলমে দ্বীনের ছাত্রদের লেখাপড়ায় বড় ধরনের ক্ষতি হচ্ছে। শীর্ষ উলামায়ে কেরাম আসন্ন রমজানের মধ্যেই গ্রেফতারকৃত নির্দোষ আলেমদের মুক্তির দাবি জানিয়েছেন। গতকাল বৃহস্পতিবার এক যুক্ত বিবৃতিতে উলামায়ে কেরাম এসব কথা বলেন। কারাবন্দি আলেমদের অনেকে আছেন, যারা কোনোভাবে কোনো প্রকার রাজনীতির সাথে জড়িত ছিলেন না।

অনেকে আছেন বয়োজ্যেষ্ঠ। দীর্ঘ কারাবাসের কারণে তারা অসুস্থ হয়ে পড়ছেন। এছাড়া কারাবন্দি আলেমদের প্রতিটি পরিবার চরম মানবেতর জীবনযাপন করছে। তাঁদের সন্তানদের মুখের দিকে তাকালে আমরা স্থির থাকতে পারি না। আমরা লক্ষ্য করছি যে, কারাবন্দী আলেমদের মধ্যে যারা একদিন সম্পুর্ণ সুস্থ অবস্থায় জেলে গিয়েছিলেন, তাদের কেউ কেউ আজ অসুস্থ হয়ে পড়েছেন।

মাওলান ইকবাল হুসাইন নামে একজন প্রথিতযশা আলেম কারা হেফাজতে মৃত্যুবরণ করেছেন। কেউ কেউ সোজা হয়ে হাঁটা চলা পর্যন্ত করতে পারছেন না। ইতিমধ্যেই দেশের শীর্ষ আলেমদের একটি প্রতিনিধি দল এবিষয়ে স্বরাষ্টমন্ত্রীর সাথে সাক্ষাতে বিস্তারিত অবহিত করেছেন। এ অবস্থায় আমরা দ্রæত সময়ের মধ্যে কারাবন্দি আলেমদের মুক্তির দাবি করছি।

বিবৃতিতে স্বাক্ষরকারী উলামায়ে কেরামরা হচ্ছেন, আল জামিয়াতুল ইসলামিয়া বাবুনগর মাদরাসা মহাপরিচালক আল্লামা মুহিব্বুল্লাহ বাবুনগরী, জামিয়া ইসলামীয়া মাদানিয়া যাত্রাবাড়ী মাদরাসা মহাপরিচালক আল্লামা মাহমুদুল হাসান, জামিয়া নূরিয়া ইসলামিয়া কামরাঙ্গীরচর মাদরাসার মহাপরিচালক আল্লামা আতাউল্লাহ হাফেজ্জী, আল জামিয়াতুল ইসলামিয়া আল হালিমিয়া (মধুপুর মাদরাসা) সিরাজদিখান মুন্সিগঞ্জ আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর প্রতিষ্ঠাতা ও মহাপরিচালক আল্লামা আব্দুল হামিদ পীর সাহেব মধুপুর, হাটহাজারী মাদ্রাসার মুহাদ্দিস মাওলানা আহমাদ দিদার কাসেমী, আব্বাসী মঞ্জিল নারায়ণগঞ্জ পীর সাহেব ড. এনায়েতুল্লাহ আব্বাসী, জাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিযানুর রহমান সাঈদ,বসুন্ধরা ইসলামিক রিসার্চ সেন্টারের প্রিন্সিপাল মাওলানা আরশাদ রাহমানী, ইসলামী ঐক্যজোটের চেয়ারম্যান অ্যাডভোকেট এম এ রকিব, নেজামে ইসলাম পার্টির মহাসচিব অধ্যাপক আবদুল করিম খান,ভাইস চেয়ারম্যান মাস্টার শাহ আলম, সিদ্দিকুর রহমান বি,কম, ইঞ্জিনিয়াার সামছুল হক বগুড়া,পীরজাদা সৈয়দ মো. আহছান, মাওলানা ইলিয়াস আতহারী, সহকারী মহাসচিব মাও কামরুজ্জামান, মাওলানা আবুল কাসেম,হাফেজ সুলতানুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক মাওলানা আনম রহিমুল্লাহ, প্রচার সম্পাদক মাওলানা আনোয়ার হুসাইন আনসারী।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: উলামায়ে কেরাম
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ