Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বড় ভাইকে মাদক দিয়ে ফাঁসিয়ে ছোট ভাইকে কুপিয়ে হত্যা

প্রকাশের সময় : ১১ নভেম্বর, ২০১৬, ১২:০০ এএম

নারায়ণগঞ্জ থেকে স্টাফ রিপোর্টার : ফতুল্লায় বড় ভাই রাসেলকে মাদক দিয়ে ফাঁসিয়ে ছোট ভাই হৃদয় হোসেন বাবুকে (২৮) কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার দিবাগত রাত  সোয়া ২টায় ফতুল্লার  দেওভোগ নাগবাড়ী এলাকায় এ হত্যাকা-টি ঘটে। পুলিশ রাতেই রাস্তার পাশে বাবুকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত  ঘোষণা করেন। নিহত হৃদয়ের পিতার নাম আশরাফুল ইসলাম ও  দেওভোগ নাগবাড়ী এলাকার শিরিন আক্তারের বাড়ির ভাড়াটিয়া। গতকাল বিকেল ৩টা পর্যন্ত এ ঘটনায় থানায় কেউ কোনো অভিযোগ দায়ের করেনি।
নিহত বাবুর পরিবারের অভিযোগ, সম্প্রতি বাবুর বড় ভাই রাসেলকে মাদক দিয়ে প্রতিপক্ষরা  গ্রেফতার করিয়ে বাবুকে পরিকল্পিতভাবে হত্যা করেছে। ঢাকা থেকে লাশ আসার পর আইনগত ব্যবস্থা নেবেন তারা। ঘটনার সত্যতা নিশ্চিত করে ফতুল্লা মডেল থানার ওসি  মো: কামাল উদ্দিন জানান, মাদক ব্যবসার প্রভাব বিস্তারকে কেন্দ্র করে বাবুর সঙ্গে স্থানীয় মাদক ব্যবসায়ীদের বিরোধ চলে আসছিল। তারই সূত্র ধরে বুধবার গভীর রাতে দেওভোগ মেয়র আইভীর বাড়ির পেছনের এলাকায় বাবুকে তার প্রতিপক্ষ মাদক ব্যবসায়ীরা ছুরিকাঘাত করে পালিয়ে যায়। তিনি আরো জানান, বাবুর হত্যাকারীদের চিহ্নিত করা হয়েছে। খুব শিগগিরই তাদের গ্রেফতার করা হবে। তবে ঘটনার তদন্তের স্বার্থে খুনি মাদক ব্যবসায়ীদের নাম বলা যাচ্ছে না।





 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: বড় ভাইকে মাদক দিয়ে ফাঁসিয়ে ছোট ভাইকে কুপিয়ে হত্যা
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ