Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেমন হরতাল হয়েছে ভাই? এর চেয়ে হেফাজতও ভালো: কৃষিমন্ত্রী

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১০:০৬ এএম

কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন, ‘কমিউনিস্ট পার্টি কিছু বামপন্থী নেতা হরতাল দিয়েছে। তাদের সমর্থন দিয়েছে বিএনপি ও ভুঁইফোড় কিছু রাজনৈতিক দল। টাঙ্গাইল, জামালপুর, ময়মনসিংহ কিংবা চট্টগ্রামের কথা বাদই দিলাম, ঢাকা শহরেও তো একটা মানুষকে দেখলাম না যে হরতালের পক্ষে কথা বলে। মানুষ নির্বিঘ্নে কাজ করছে।

তিনি হরতাল নিয়ে প্রশ্ন তুলে বলেন, ‘কেমন হরতাল হয়েছে ভাই? এর চেয়ে হেফাজতও তো ভালো, হেফাজত তো তাও মতিঝিলে বিরাট সমাবেশ করতে পারে।’

সোমবার সন্ধ্যায় আশুলিয়া থানা আওয়ামী লীগের সম্মেলনে যোগ দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর এই সদস্য এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এই নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন হবে। কেউ যদি এই নির্বাচন বিঘ্নিত করতে চায় আমরা অবশ্যই মোকাবিলা করবো।’



 

Show all comments
  • Osman gani osman ২৯ মার্চ, ২০২২, ২:০১ পিএম says : 0
    তৌহিদী জনাতার আন্দুলন কে রাজনৈতিক আন্দূলনের সামিল করা জাইনা
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: কৃষিমন্ত্রী


আরও
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ