পটুয়াখালীর যুবক ক্বারী সাইয়্যেদ মুসতানজিদ বিল্লাহ রব্বানীর কোরআন তেলাওয়াতে মুগ্ধ যুক্তরাষ্ট্রবাসী
ইসলামি সভ্যতা ও সংস্কৃতি বিকাশে বাংলাদেশের অবদান অনস্বীকার্য। এদেশে ইসলামি সংস্কৃতি চর্চার ইতিহাস অনেক প্রাচীন।
শামসুল ইসলাম : মালয়েশিয়া থেকে অবৈধ কর্মীদের দেশে ফিরতে বিড়ম্বনা লাঘব হয়েছে। মালয়েশিয়া সরকার নির্ধারিত জনপ্রতি ৪শ’ রিংগিট জরিমানা দিয়ে ১৫ দিনের ভিসা পেয়ে মেয়াদ উত্তীর্ণ ভিসার বাংলাদেশী কর্মীরা গত মঙ্গলবার থেকে দেশে ফেরার সুযোগ পাচ্ছে।
গত ৮ নভেম্বর কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের কল্যাণ ডেক্সের কল্যাণ সহকারী (শ্রমিক) মোকসেদ আলীর সহায়তায় ৮ জন অবৈধ প্রবাসী কর্মী নির্ধারিত ৪শ’ রিংগিট জরিমানা দিয়েই ১৫ দিনের বৈধ ভিসা লাভ করেছে। কথিত এজেন্টের জিম্মিদশা থেকে মুক্তি পেয়ে এসব কর্মী নির্ধারিত ফি ৪শ’ রিংগিট দিয়ে দেশে ফেরার স্পেশাল পাশ পাওয়া তাদের মধ্যে আনন্দের বন্যা বয়ে যায়। কুয়ালালামপুর থেকে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সহ-সভাপতি-১ শাহ আলম হাওলাদার এ তথ্য জানিয়েছেন। ইতিপূর্বে অতিরিক্ত জরিমানা অর্থ পরিশোধ করে দেশে ফেরত আসতে অবৈধ কর্মীদের নাভিশ্বাস উঠেছিল। গত ২৭ অক্টোবর দৈনিক ইনকিলাব পত্রিকায় এ সম্পর্কে একটি প্রতিবেদন প্রকাশিত হলে কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের টনক নড়ে। এ ছাড়া জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দের মহতী উদ্যোগ নেয়ায় মালয়েশিয়ার প্রবাসী ভুক্তভোগী কর্মীরা নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। মালয়েশিয়ার ইমিগ্রেশন থেকে স্পেশাল ভিসা পেয়ে দেশে ফেরার অনুমতি প্রাপ্ত কর্মীরা হচ্ছে অসুস্থ্য মোঃ আবু সাঈদ, মাসুম, আউয়াল মন্ডল, এমডি খোকন, যতুন সরকার, মোশাররফ হোসেন শামীম, মোঃ বাবুল ও আব্দুল খালেক (অসুস্থ্য)।
অবৈধ বাংলাদেশী কর্মীরা দেশে ফিরতে গিয়ে বৈষম্যের শিকার হয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষের কাছে জরিমানার ৪শ’ রিংগিটের স্থলে ৯৬৫ রিংগিট দিতে বাধ্য হয়েছিল। ১৬টি সোর্স কান্ট্রির অবৈধ অভিবাসী কর্মীদের নিজ নিজ দেশে ফিরতে মালয়েশিয়া সরকার জনপ্রতি ৪শ’ রিংগিট জরিমানা ধার্য্য করেছে। মালয়েশিয়া সরকারের নির্ধারিত জরিমানা ৪শ’ রিংগিট ইমিগ্রেশনে পরিশোধ করে টিকিট কেটে ১৫টি সোর্স কান্ট্রির অবৈধ কর্মীরা প্রতি নিয়ত দেশে ফেরার সুযোগ পাচ্ছে। শুধু বাংলাদেশী অবৈধ কর্মীদের দেশে ফিরতে ৪শ’ রিংগিটের স্থলে জরিমানা গুণতে হতো জনপ্রতি ৯৬৫ রিংগিট। অবৈধ কর্মীরা দেশে ফেরার অতিরিক্ত জরিমানা পরিশোধ করতে মালয়েশিয়ান ইমিগ্রেশনে জিম্মি হয়ে পড়েছিল। ইমিগ্রেশনের নীচ তলায় কথিত কেরি কম এজেন্টের মাধ্যমে বাংলাদেশী অবৈধ কর্মীদের দেশে ফেরার পাশ নিতে জনপ্রতি ৯৬৫ রিংগিট হাতিয়ে নিতো। অসমর্থিত সূত্র জানায়, ইমিগ্রেশনে কথিত এজেন্টের সাথে বাংলাদেশ হাই কমিশনের অসাধু কর্মকর্তাদের দহরমহর সম্পর্ক ছিল। এ জন্য জরিমানার ৪শ’ রিংগিটের পরিবর্তে জনপ্রতি ৯৬৫ রিংগিট অতিরিক্ত হাতিয়ে নিতো নির্বিঘেœ । অবৈধ কর্মীদের দেশে ফেরার জরিমানার অতিরিক্ত অর্থ ৯৬৫ রিংগিট কমিয়ে ৪শ’ রিংগিটে নামিয়ে আনার জন্য কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশন কর্তৃপক্ষকে দফায় দফায় অনুরোধ জানানোর পরেও তারা নীরব ভূমিকা পালন করেছিল। বিষয়টি সুরাহা করতে মালয়েশিয়ার কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাই কমিশনের লেবার কাউন্সিলর সাঈদুর রহমানের কাছে জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সভাপতি নাজমুল ইসলাম বাবুল, সহ-সভাপতি-১ শাহ আলম হাওলাদার, সাধারণ সম্পাদক এস এম আবুল হোসেন ও যুগ্মসচিব আনিস মোল্লা গত ১৬ অক্টোবর লিখিত আবেদন পেশ করেন। অবৈধ কর্মীদের দেশে ফিরতে গিয়ে অতিরিক্ত জরিমানা (৯৬৫ রিংগিট) পরিশোধ করতে নাভিশ্বাস উঠেছিল। জাতীয় শ্রমিক লীগের নেতৃবৃন্দ হাই কমিশনার মোঃ শহিদুল ইসলামের কাছেও একই বিষয়ে লিখিত আবেদন পেশ করেন। হাইকমিশনার শহিদুল ইসলামের নিদের্শে লেবার কাউন্সিলর সাঈদুর রহমান সম্প্রতি জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার নেতৃবৃন্দের সাথে এক বৈঠকে মিলিত হন। লেবার কাউন্সিলরের সহযোগিতায় কল্যাণ সহকারী (শ্রমিক) মোকসেদ আলীকে দায়িত্ব দেয়া হয় ইমিগ্রেশনের সাথে কথা বলে সপ্তাহে দু’দিন মেয়াদ উত্তীর্ণ ভিসার দেশে ফেরতগামী কর্মীদের হাই কমিশনের মাধ্যমে ইমিগ্রেশনে নিয়ে নির্ধারিত ৪শ’ রিংগিট দিয়েই স্পেশাল পাশ নেয়া হবে। জাতীয় শ্রমিক লীগ মালয়েশিয়া শাখার সহ-সভাপতি-১ শাহ আলম হাওলাদার ইনকিলাবকে জানান, দীর্ঘ এক বছর আগে মৌখিকভাবে হাইকমিশন কর্তৃপক্ষকে জরিমানার অতিরিক্ত অর্থ আদায়ের বিরুদ্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ জানানো হয়েছিল। কিন্ত বিলম্বে হলেও অবৈধ কর্মীদের কাছ থেকে দেশে ফেরার পাশ নিতে অতিরিক্ত জরিমানা আদায়ের বিষয়টি রহিতকরণে ব্যবস্থা করায় আমরা হাই কমিশনার শহিদুল ইসলামসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি। তিনি মালয়েশিয়ায় মৃত প্রবাসী কর্মীদের লাশ বিনা খরচে দেশে নেয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশু হস্তক্ষেপ কামনা করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।