Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

স্বামীর পর চলে গেলেন রেখা আক্তার, সঙ্কটে দুই সন্তান

বিশেষ সংবাদদাতা | প্রকাশের সময় : ২৯ মার্চ, ২০২২, ১২:১০ এএম

রাজধানীর বাড্ডার বেড়াইদে আগুনে একই পরিবারের চারজন দগ্ধ হওয়ার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন রেখা আক্তার (৩৫)। এর আগে মারা যান তার স্বামী আবু সাইদ হাসান (৩৭)। গতকাল সোমবার ভোর ৫টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে রেখার মৃত্যু হয়। রেখার শরীরের ৩০ শতাংশ পুড়ে গিয়েছিল।
বার্ন ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. এসএম আইউব হোসেন জানান, রেখার ৩০ শতাংশ ও সাইদের শরীরের ৯৮ শতাংশ দগ্ধ হয়েছিল। গত বুধবার ঘটনার দিন সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে মারা যান আবু সাইদ। ১১ শতাংশ দগ্ধ নিয়ে মেয়ে সাফা ও ২৫ শতাংশ দগ্ধ নিয়ে ছেলে সাফিয়ান ভর্তি আছে। তদের অবস্থাও আশংকাজনক।
গত বুধবার ভোর পৌনে ৪টার দিকে বাড্ডা বেরাইদ পূর্বপাড়া এলাকার একটি তিনতলা বাড়িতে আগুন লাগে। সেই আগুনে দগ্ধ হন স্বামী-স্ত্রীসহ দুই সন্তান। তাদের উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করানো হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

ঘটনাপ্রবাহ: স্বামীর পর চলে গেলেন রেখা আক্তার
আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ