পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউসিবি) ও গুলশান ক্লাবের মধ্যে গত ৯ নভেম্বর ইউসিবির কর্পোরেট অফিসে ব্যাংকের চেয়ারম্যান এম এ সবুরের উপস্থিতিতে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। ইউসিবি’র ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আলী ও গুলশান ক্লাবের প্রেসিডেন্ট আবু খায়ের মোহাম্মদ শাখাওয়াত স্ব-স্ব প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেন। চুক্তি অনুযায়ী, গুলশান ক্লাবের সদস্যবৃন্দ ইউসিবি’র প্রায়রিটি ব্যাংকিং ডিভিশন ইমপেরিয়াল ব্যাংকিং হতে বিশেষায়িত সুবিধা উপভোগ করবেন। ট্রানজেকশনাল এ্যাকাউন্ট খোলার মাধ্যমে গুলশান ক্লাবের সদস্যবৃন্দ আজীবন ফ্রি প্লাটিনাম ক্রেডিট কার্ড ও ইমপেরিয়াল ব্যাংকিং সুবিধা উপভোগ করবেন। এছাড়াও, ইউসিবি’র রিটেল লেন্ডিং পণ্যসমূহের ক্ষেত্রে হ্রাসকৃত ইন্টারেস্ট ও শূন্য প্রসেসিং ফি সুবিধা উপভোগ করবেন। অন্যান্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন ইউসিবি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ যথাক্রমেÑ এম শহিদুল ইসলাম, মীর্যা মাহমুদ রফিকুর রহমান ও এ ই আব্দুল মুহাইমেন। এছাড়াও, ইউসিবির উপ-ব্যবস্থাপনা পরিচালক যথাক্রমে জনাব মোঃ শওকত জামিল, মোহাম্মদ শওকত জামিল ও জনাব গোলাম আউলিয়া, ইউসিবি’র হেড অব রিটেল বিজনেস ও ইভিপি তৌফিক হাসান এবং ইউসিবি’র হেড অব ইমপেরিয়াল ব্যাংকিং ও ইভিপি মোহাম্মদ শফিকুর রহমানসহ বিভিন্ন কর্মকর্তাবৃন্দ। - প্রেস বিজ্ঞপ্তি
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।