পোশাক রপ্তানিতে উৎসে কর ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব
আগামী পাঁচ বছরের জন্য তৈরি পোশাক রপ্তানির বিপরীতে প্রযোজ্য উৎসে করহার ১ শতাংশ থেকে হ্রাস করে ০.৫ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে পোশাক খাতের দুই সংগঠন
শিক্ষায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জর্ডান রয়েল একাডেমি এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাতা ও ভিসি প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেককে সম্মাননা প্রদান করেছে। গত ২৪ অক্টোবর জর্ডান-এর বাদশাহ আব্দুল্লাহ ইবনে আল হুসেইন ড. সাদেক-এর হাতে এ অ্যাওয়ার্ড তুলে দেন। জর্দানের রয়েল একাডেমি আয়োজিত আন্তর্জাতিক কনফারেন্সে এ অ্যাওয়ার্ড গ্রহণ করেন ড. সাদেক। জর্ডানের রয়েল একাডেমি বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গের সামাজিক বিভিন্ন বিষয়ের উপর অবদান বিবেচনায় একাডেমির সদস্যপদ প্রদান করে থাকে। ড. সাদেক সুদীর্ঘ ১৭ বছর ধরে এ প্রতিষ্ঠানটির একমাত্র বাংলাদেশী সদস্য হিসেবে সম্মানিত। ড. সাদেক উল্লেখিত কনফারেন্সে প্রবন্ধ উপস্থাপন করেন। গত ২১ অক্টোবর জর্ডানের বাদশাহ আব্দুল্লাহ ইবনে আল হুসেইন-এর আমন্ত্রণে জর্দানের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এইউবি উপাচার্য। সম্মাননা অ্যাওয়ার্ড গ্রহণ করে তিনি দেশে ফিরে আসেন গত ২৮ অক্টোবর। দেশের জন্য এই বিরল সম্মান বয়ে আনায় তাকে এশিয়ান ইউনিভার্সিটি’র শিক্ষক ও কর্মকর্তাবৃন্দ উষ্ণ সংবর্ধনা প্রদান করেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।